Barak UpdatesHappeningsBreaking News
ফুটপাত দখলমুক্ত করতে শিলচরে উচ্ছেদ ট্রাফিক পুলিশের
২ মার্চ : ফের শিলচর শহরে উচ্ছেদ অভিযান। এ বার এই অভিযান জেলা প্রশাসনের উদ্যোগে নয়, খোদ ট্রাফিক পুলিশই ফুটপাত দখলমুক্ত করার কাজে নামে। এর মধ্যেই শিলচরে নতুন ট্রাফিক ইনচার্জ হিসেবে দায়িত্ব নিয়েছেন আতিকুর রহমান। এরপরই তিনি তাঁর পুরো বাহিনী নিয়ে শহরের ফুটপাত দখলমুক্ত করার অভিযানে নেমে পড়েন। শহরের নাজিরপট্টি, দেওয়ানজি বাজার, সেন্ট্রাল রোড, তুলাপট্টি, দেবদূত, ডাকবাংলো রোড ইত্যাদি এলাকায় উচ্ছেদ চালানো হয়। বিশেষ করে দেবদূত এলাকায় রাস্তার পাশে ফুটপাতের উপর থাকা দোকানগুলো তুলে দেওয়া হয়। সেইসঙ্গে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়, ফের ফুটপাত দখল করলে তাদের দোকানগুলো গুড়িয়ে দেওয়া হবে।
এদিকে ফুটপাতের উপর পার্কিং করে রাখা কয়েকটি মোটর বাইক ও স্কুটি এ দিন পুলিশ তুলে নিয়ে যায়। নয়া ট্রাফিক ইনচার্জ আতিকুর রহমান বলেন, প্রথম দিন ফুটপাত দখলদারদের সতর্ক করে দেওয়া হয়েছে। এরপরও তারা চলাচলের পথ আগলে বসলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এই অভিযান আগামীতেও চলবে বলে জানিয়ে রাখেন আতিকুর।
প্রসঙ্গত, শিলচরের যানজট সমস্যায় ফুটপাত দখল ও অবৈধ পার্কিং একটি বড় সমস্যা। কিছুদিন পর পর উচ্ছেদ অভিযান চালানো হলেও ক’দিন যেতে না যেতেই পরিস্থিতি আবার আগের জায়গায় চলে যায়। রাস্তার দুদিকের ফুটপাত দখল করে ব্যবসায়ীরা থাকায় পথচারীদের মূল সড়কের উপর দিয়ে চলতে হয়। এতে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।