Barak UpdatesHappeningsBreaking News
শনিবার সঞ্জীব দেবলস্করের উপন্যাসের আবরণ উণ্মোচন
১০ ফেব্রুয়ারি: আগামী ১৩ ফেব্রুয়ারি, শনিবার বিকেল সাড়ে চারটায় শিলচর বঙ্গভবনে সঞ্জীব দেবলস্কর রচিত উপন্যাস ‘আলোর মানুষ’ আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হতে চলেছে। গ্রন্থটির আবরণ উন্মোচিত হবে সৌরীন্দ্রকুমার ভট্টাচার্য, তপোধীর ভট্টাচার্য, মোজাম্মিল আলি লস্কর, বিভাসরঞ্জন চৌধুরী ও অমলেন্দু ভট্টাচার্যের হাত দিয়ে। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. নির্মল দাস এবং শিলচর রোটারি ক্লাবের সভাপতি তাপসকুমার রায়। বিশেষ বক্তা ইমাদ উদ্দিন বুলবুল এবং গৌতম প্রসাদ দত্ত। অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের জেলা সভাপতি তৈমুর রাজা চৌধুরী৷
আগরতলার ‘অক্ষর পাবলিকেশনসে’র কর্ণধার শুভব্রত দেব জানিয়েছেন, ‘আলোর মানুষ’ উপন্যাসটি দেশবিভাগ ও স্বাধীনতা-উত্তর রাজনৈতিক পটভূমিতে বরাক উপত্যকার ভাষা আন্দোলন, বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের আত্মপ্রকাশ, শিক্ষা সংরক্ষণ সমিতি এবং বিশ্ববিদ্যালয় আন্দোলনের প্রেক্ষাপটেে রচিত৷ উত্তর-পূর্বাঞ্চলে বাংলাভাষা ও বাঙালি জাতিসত্তার সামনে নানা ধরনের প্রত্যাহ্বানের প্রেক্ষিতে এই বই সাম্প্রতিককালে বিশেষ ভাবে প্রাসঙ্গিক৷ তাই তিনি এই বইয়ের আবরণ-উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন।