Barak UpdatesHappeningsBreaking News
বড়জালেঙ্গা এলাকায় তিন স্কুলের সামনে স্পিডব্রেকার দাবি এবিভিপির
১৬ ডিসেম্বর: অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বড়জালেঙ্গা শাখার পক্ষ থেকে বুধবার কাছাড় জেলাশাসকের উদ্দেশে স্মারক পত্র প্রদান করে ওই এলাকার তিনটি স্কুলের সামনে স্পিডব্রেকার বসানোর দাবি জানানো হয়৷ সঙ্গে ছাত্রছাত্রীদের সুবিধার্থে শিলচর থেকে ওই রুটে এএসটিসি বাস চালানোরও দাবি করা হয়৷ বিদ্যার্থী পরিষদের বড়জালেঙ্গা শাখার সভাপতি বিশ্বজিৎ দে ও সম্পাদক বিশ্বদীপ সেন বলেন, শিলচর থেকে হাইলাকান্দি রোডে দিনে শত শত যানবাহন দ্রুতগতিতে চলাচল করে৷ অথচ পথে রয়েছে তিনটি স্কুল৷ পিসি বড়জালেঙ্গা হাই স্কুল, আদর্শ বিদ্যানিকেতন ও বিবেক হোম সিনিয়র সেকেন্ডারি স্কুল৷ তিনটি স্কুলই সড়ক সংলগ্ন এবং হাজার হাজার ছাত্র পড়াশোনা করে৷ স্কুলগুলির সামনে কোনও স্পিডব্রেকার তো নয়ই, একটি বোর্ড পর্যন্ত নেই৷ ওই সড়কে ঘনঘন দুর্ঘটনার দরুন অভিভাবকদের সব সময় উৎকণ্ঠায় থাকতে হয়৷