NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
আসাম পুলিশের এসআই পরীক্ষার ফলপ্রকাশ
১৩ ডিসেম্বর: অবশেষে আসাম পুলিশের এসআই পরীক্ষার ফল প্রকাশ করল স্টেট লেভেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড৷ প্রার্থীরা https//slprbassam.in ওয়েবসাইটে গিয়ে নিজেদের ফলাফল দেখতে পাবেন৷
প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষার নামে নানা ধরনের জালিয়াতি, দফায় দফায় গ্রেফতারের পর ৫৯৭টি পদ পূরণের জন্য ফের লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়৷ শনিবার এর ফল প্রকাশ করে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আগ্রহীরা ওই ওয়েবসাইট থেকে নিজের ফল ডাউনলোডও করতে পারবেন৷
এ বার তাদের ফিজিক্যাল টেস্টের মুখোমুখি হতে হবে৷ তা হবে দুই দফায়৷ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ও ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট৷ বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে কোনও নম্বর নেই৷ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে ৪০ নম্বরের৷ ওইসব টেস্টের তারিখ উত্তীর্ণ প্রার্থীদের সরাসরি জানানো হবে৷ সেখান থেকে বাছাইর পর তাঁদের কমপিউটার দক্ষতার প্রমাণ দিতে হবে৷
সেখান থেকেই চূড়ান্ত বাছাই করা হবে ৫৯৭ জনকে৷ পুরুষ ৪১৮ ও মহিলা ১৭৯৷ তাঁদের প্রথমে এক বছরের ট্রেনিং দেড়গাঁও পুলিশ ট্রেনিং ইনস্টিটিউটে৷ সেখান থেকে বিভিন্ন জেলায় প্রবেশনারি হিসেবে পাঠানো হবে৷ প্রবেশন শেষে মিলবে সাব-ইন্সপেক্টর পদে পোস্টিং৷