Barak UpdatesBreaking News

নবম ও দশম শ্রেণির পরীক্ষার রুটিন প্রকাশ
Class IX Final & HSLC/AHM Pre-Final from 17 to 26 December

১৪ নভেম্বর : ছাত্রদের মধ্যে পরীক্ষার সময়সূচি নিয়ে ব্যাপক অনিশ্চয়তার পর নবম শ্রেণির ফাইনাল ও দশম শ্রেণির প্রি-ফাইনাল পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কাছাড়ের ডিস্ট্রিক্ট লেভেল ইন্টারন্যাল এক্সামিনেশন কমিটি অর্থাৎ ডিএলআইইসি। পরীক্ষার এই নতুন তালিকা অনুযায়ী কাছাড় জেলায় নবম শ্রেণির ফাইনাল এবং এইচএসএলসি ও হাই মাদ্রাসার প্রি ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৭ ডিসেম্বর থেকে। এই পরীক্ষা শেষ হবে ২৬ ডিসেম্বর। পরীক্ষা অনুষ্ঠিত হবে দুটি পর্যায়ে।

ওয়ে টু বরাক প্রতিনিধির সঙ্গে কথা বলতে ডিএলআইইসি কাছাড়ের যুগ্ম সচিব প্রসেনজিত ভট্টাচার্য পরীক্ষার নতুন তালিকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দশম শ্রেণির পরীক্ষা প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে। নবম শ্রেণির পরীক্ষা শুরু হবে সাড়ে ১২টায়, শেষ হবে বিকেল সাড়ে তিনটেয়। এ দিকে এই পরীক্ষায় যারা বসবে তাদের সাফল্য কামনা করেছে টিম ওয়ে টু বরাক।


November 14: After much confusion prevailing among the students as regards date of  Class IX Final and Class X Pre-Final, ultimately the District Level Internal Examination Committee (DLIEC), Cachar has come up with the routine.

As per the routine issued by DLIEC, Class IX Final and HSLC/AHM Pre-Final Examinations will begin from 17 December in Cachar District. The said Examinations will come to an end on 26 December. Examinations will be held in two shifts. Speaking  to way2barak, this was confirmed by Prasenjit Bhattacharjee, Joint Secretary, DLIEC, Cachar.

However, strange enough to note here is that way2barak spoke with Nayanjyoti Barua, Controller of Exams, SEBA Assam who even on last week told us that due to panchayat election the 2 exams mentioned here would be held from 17 November. Concerned citizens have expressed surprise to the matter that the Controller himself does not know the date from which the exams will begin !

Team way2barak wishes best of luck to all the students appearing in these examinations

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker