Barak UpdatesHappeningsBreaking News

উদ্ধারের আর্জি জানিয়ে অপহৃত অটোচালকের ভিডিও

১৭ নভেম্বর: কাটিগড়ার চণ্ডীনগরের অপহৃত অটোচালক আব্দুল বসর চৌধুরীর সন্ধান মেলেনি‌৷ তবে তিনি যে জীবিত রয়েছেন, এর প্রমাণ হিসাবে দুষ্কৃতীরা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে৷ তাতে শেকলবন্দি বসর তার পরিবারের সদস্যদের আর্জি জানাচ্ছেন, তাকে শেকলমুক্ত করে ছাড়িয়ে নেওয়ার জন্য৷ তার কথায়, “অপহরণকারীরা আমাকে জঙ্গলে বেঁধে রেখেছে৷ এখানে জোঁকে-পোকায় কামড়ায়৷ এরা প্রচণ্ড মারধর করছে৷ মাথাতেও আঘাত করছে৷ ফলে মাথায় অসহ্য যন্ত্রণা৷ এর মধ্যে বলছে, আজকের মধ্যে টাকা না পেলে আমায় মেরে ফেলবে৷”

Rananuj

তাঁর কথার ফাঁকে ফাঁকেই অপহরণকারীদের একজন হিন্দিতে তাকে বকাবকি করতে শোনা যায়৷ হুমকি দেয়, টাকা না পেলে মেরে ফেলবে৷ এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ছড়িয়েছে৷ তাতে উদ্বিগ্ন তার পরিবারের সদস্যরা৷ পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করেও কোনও ক্ল্যু খুঁজে পাচ্ছে না৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker