NE UpdatesHappeningsBreaking News

পরেশ বরুয়া দৃষ্টিহীন, কৃতিত্ব কারও নয়!

১৩ নভেম্বর: সংঘর্ষ নয়, আলোচনার ভিত্তিতেই আত্মসমর্পণ করেছেন আলফা (স্বাধীন)-এর ডেপুটি কমান্ড্যান্ট-ইন-চিফ দৃষ্টি রাজখোয়া ওরফে মনোজ রাভা৷ সেনাবাহিনী এবং আসাম পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে এ কথা৷ তাঁদের আশা, দৃষ্টির আত্মসমর্পণ স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে৷ পরেশ বরুয়া এবং তার নেতৃত্বাধীন জঙ্গিদেরও একইভাবে আত্মসমর্পণ করে শান্তি প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়৷

পুলিশকর্তা হীরেন নাথ বলেন, দৃষ্টির আত্মসমর্পণের পেছনে ইউনাইটেড কমন স্ট্রাকচারের সকলের ভূমিকা রয়েছে৷ রাজ্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলিও এই লক্ষ্যে কাজ করেছে৷ হীরেনবাবু বলেন, এক সপ্তাহ ধরে দৃষ্টির গতিবিধির দিকে নজর রাখা হচ্ছিল৷ এখনও তাকে জেরা করা হবে৷ সঙ্গে আলোচনাও চলবে৷

পরেশ বরুয়া সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়ায় জানান, তিনিই দৃষ্টিকে আত্মসমর্পণের অনুমতি দিয়েছেন৷ এ ছাড়া, বিকল্প ছিল না দৃষ্টির৷ কারণ তার স্ত্রী ক্যানসারে আক্রান্ত৷ নিজেরও শরীর ভাল যাচ্ছে না

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker