India & World UpdatesCultureBreaking News

ধর্মীয় ভাবাবেগে আঘাত! অমিতাভের বিরুদ্ধে বিজেপি বিধায়কের মামলা

৩ নভেম্বর: ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ এনে অমিতাভ বচ্চনের বিরুদ্ধে মামলা করলেন  মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক অভিমন্যু পাওয়ার৷ তাঁর অভিযোগ, কৌন বনেগা ক্রোড়পতির দ্বাদশ সিজনে তিনি এমন প্রশ্ন করেছেন এবং সঠিক উত্তর না পেয়ে তা জানাতে গিয়ে যে ব্যাখ্যা দেন, দুইই আপত্তিকর৷ দুই পৃষ্ঠার এফআইআরে অভিমন্যু লিখেন, তাতে হিন্দুদের অপমান করার চেষ্টা করা হয়েছে৷ হিন্দু এবং বৌদ্ধদের মধ্যে বিভেদ সৃষ্টিরও চেষ্টা করেছেন অমিতাভ৷

কৌন বনেগা ক্রোড়পতিতে সেদিন বিশেষ অতিথি হিসাবে ছিলেন সমাজকর্মী বেজোয়ারা উইলসন এবং অভিনেতা অনুপ সোনি৷ তাঁদের তিনি প্রশ্ন করেছিলেন, ১৯২৭-র ২৫ ডিসেম্বর বিআর আম্বেদকর ও তাঁর অনুগামীরা কোন গ্রন্থ পুড়িয়ে দিয়েছিলেন? অপশন দেন ১. বিষ্ণুপুরাণ ২. ভাগবত গীতা ৩. ঋকবেদ ৪. মনুস্মৃতি৷ তাঁদের কাছে উত্তর না পেয়ে তিনি নিজেই বলেন. ১৯২৭ সালে প্রাচীন হিন্দু গ্রন্থ মনুস্মৃতির নিন্দা করেছিলেন আম্বেদকর৷ যা আদর্শগতভাবে বর্ণবৈষম্য ও অস্পৃশ্যতাকে ন্যায়সঙ্গত মনে করে৷ এবং মনুস্মৃতির অনুলিপি পুড়িয়েছিলেন৷

অমিতাভের ওই ব্যাখ্যায় ক্ষিপ্ত হয়েই মামলার পথে গেলেন অভিমন্যু৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker