HappeningsBreaking News
মেঘালয়ে কয়লা মাফিয়াদের আক্রমণ, অ্যাগনেস খরসিং গুরুতর জখমSocial activist Agnes Kharshiing attacked in Meghalaya, condition critical
পুলিশ জানিয়েছে, এখনও আক্রমণকারীদের শনাক্ত করতে যায়নি।বুধবারই সিভিল সোসাইটি উওম্যানস অর্গানাইজেশনের নেত্রী খরসিং শিলঙের মাউয়িংরিম এলাকায় কয়লা ভর্তি ট্রাক দাঁড়িয়ে থাকে বলে নালিশ করেছিলেন। পরে পুলিশ অভিযানে নেমে একটি ট্রাক বাজেয়াপ্ত করে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল কয়লা উত্তোলনের উপর নিষেধাজ্ঞা জারির পর থেকেই খরসিং এই ইস্যুতে সোচ্চার রয়েছেন।
পুলিশ জানিয়েছে, মাউয়িংরিম এলাকার বৃহস্পতিবারের অবস্থা দেখতে তিনি রওয়ানা হয়েছিলেন। সঙ্গে ছিলেন এ সাংমা নামে এক সহকর্মী। দুষ্কৃতীরা বেলা আড়াইটা নাগাদ তাঁদের পথে আটকে প্রচণ্ড মারপিট করে জঙ্গলে ফেলে চলে যায়। খরসিং কোনওক্রমে জঙ্গল থেকে বেরিয়ে রাস্তায় উঠেন। এর পরই জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁর মাথায় সাংঘাতিক চোট লেগেছে। তাঁদের গাড়ির চালককে আবার মারপিট করেনি। তাকে দ্রুত এলাকা ছেড়ে চলে যেতে নির্দেশ দেয়। খরসিঙের পারিবারিক সূত্রে জানা গিয়েছে, তিনি বেরনোর একটু আগে এক ব্যক্তি তাঁকে প্রচুর টাকা দিতে চায়। বুধবারের মামলাটি তুলে নেওয়ার জন্যই ওই টাকা দেওয়ার চেষ্টা হয়েছিল। পুলিশ জানিয়েছে, সমস্ত বিষয় মাথায় রেখেই তদন্তের কাজ এগোচ্ছে।
November 8: In another incident of terror, renowned social activist Agnes Kharshiing and her colleague, A Sangma were critical after some unidentified persons brutally attacked them this afternoon in East Jaintia Hills, about 120 kms from state capital Shillong. Agnes Kharshiing is also the President of the Civil Society Women’s Organisation.
The activist has been raising her voice against the rampant coal smuggling in the Jaintia Hills region for the last few years. The incident happened a day after Kharshiing lodged a complaint on coal-laden trucks parked at Mawiong rim in Shillong, which were later seized by the police. She had gone to Tuber to follow up on the Nov 7 incident at Mawiong rim. She along with another member were attacked and dragged and left in a jungle. It was informed that her accomplice Sangma managed to crawl her way to the road and sought for help. Kharshiing was afterwards found in an unconscious state in the nearby jungle. She was said to have suffered multiple head injuries. The incident took place around 2.30 pm today.
Agnes Kharshiing was rushed to the Lalong Public Health Centre but later on has been reportedly shifted to Guwahati for specialized treatment. Police is yet to identify the miscreants. This is the second instance where a social activist was attacked in East Jaintia Hills. In March 2018, the President of Jaintia Youth Federation Poipynhun Majaw was found murdered at Khliehriat.