NE UpdatesHappeningsBreaking News
মেঘালয়ে বাঙালিরা নিরাপত্তাহীন, কেন্দ্রীয় হস্তক্ষেপ চায় বঙ্গ সাহিত্য
২৩ অক্টোবর : উৎসবের মরসুমে মেঘালয়ে বাঙালি নির্যাতন নয়ামাত্রা নেওয়ায় তাদের সুরক্ষা চেয়ে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। ওই রাজ্যে প্রজন্ম ধরে বসবাস করা বাঙালির পেছনে বাংলাদেশি তকমা সেঁটে রাজ্য থেকে তাদের উৎখাতের জন্য রাজনৈতিক ও প্রশাসনিক প্রশ্রয়ে হুমকি দিয়ে আতঙ্ক ছড়ানো হচ্ছে৷ তাতে বঙ্গভাষীরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করে সম্মেলন বলেছে , কেন্দ্র এ অবস্থায় নির্লিপ্ত থাকলে পরিস্থিতির নিশ্চিত অবনতি ঘটতে পারে।
উদ্ভুত পরিস্থিতি সম্পর্কে সম্মেলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গৌতম প্রসাদ দত্ত কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করে বলেন, মেঘালয়ে ছক কষেই বাঙালি উৎখাতের চেষ্টা হচ্ছে। কোনও অভিযোগেই রাজ্য সরকার ও প্রশাসন কর্ণপাত করছে না। ফলে যে কোনও দিন ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে এমন শঙ্কা দেখা দিয়েছে।
গৌতমবাবুর কথায়, মেঘালয়ে বাঙালি সুরক্ষায় কেন্দ্র অবিলম্বে পদক্ষেপ না নিলে উত্তর পূর্বের অন্যান্য রাজ্যেও বাংলাদেশি ধূয়ো তুলে বাঙালি পীড়ন বাড়তে পারে। তিনি খেদ ব্যক্ত করে বলেন, উগ্র জাতীয়তাবাদী শক্তির ক্রমবর্ধমান বাঙালি বিদ্বেষী তৎপরতা দেখেও রাষ্ট্রবাদী দলগুলোর নেতৃত্ব নির্বিকার। বাঙালি জনপ্রতিনিধিদেরও কোনও দায়বোধও দেখা যাচ্ছে না। এটা রাষ্ট্রবিরোধী শক্তিকে উৎসাহিত করতে পারে বলে সম্মেলন সতর্ক করে দিয়েছে।