Barak UpdatesHappeningsBreaking News

ডিসি যাননি, অফিসের পুজোয় সংকল্প করলেন সাত্তায়ান

২৩ অক্টোবর: মহাসপ্তমীর সকালে শিলচরে জেলাশাসকের অফিসের পুজোও শুরু হয়েছে৷ ১৯৫৪ সালে এই পূজার সূচনা হয়৷ শুরুতে পূজা হতো গান্ধীবাগ ময়দানে৷ ১৯৬৬ সালে তা স্থানান্তরিত হয় আদালত প্রাঙ্গণে৷ সেখানেই ২০০০ সালে নির্মিত হয় স্থায়ী মণ্ডপ৷ প্রথামত কাছাড়ের জেলাশাসক এই পূজা কমিটির সভাপতি৷ তিনিই প্রতিবছর এই পূজার সংকল্প করেন৷ এ বারও যথারীতি সভাপতি হিসাবে রয়েছেন জেলাশাসক কীর্তি জল্লি৷ তাঁরই সংকল্প করার কথা ছিল৷ কিন্তু বিশেষ কারণে তিনি এ বার যেতে পারেননি৷ সংকল্প করলেন অতিরিক্ত জেলাশাসক সুমিত সাত্তায়ান৷

এর আগে ২০০২ সালে এমন ঘটনা ঘটেছিল৷ পূজা কমিটির সভাপতি তথা তখনকার জেলাশাসক প্রদীপকুমার দাস উপস্থিত হতে পারেননি৷ শেষমুহূর্তে পাঠানো হয়েছিল তৎকালীন অতিরিক্ত জেলাশাসক জয়ন্ত চৌধুরীকে৷ কিন্তু তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে মণ্ডপে পৌঁছাতে না পারায় সে বার সঙ্কল্প করেছিলেন তখনকার পূজা কমিটির সম্পাদক প্রবীর কুর্মী৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker