NE UpdatesAnalyticsBreaking News
মণিপুর-ত্রিপুরার সঙ্গে কথা বলছি, প্রয়োজনে বাংলাদেশ বা মায়ানমার পথে পণ্য আনব, বললেন জোরাম থাঙ্গা
20 অক্টোবরঃ লায়লাপুর পেরিয়ে যান চলাচল শুরু হয়নি। মিজোরামে এ নিয়ে চিন্তার ছায়া। মুখ্যমন্ত্রী জোরাম থাঙ্গা অবশ্য রাজ্যবাসীকে আশ্বস্ত করেছেন, আসাম রাস্তা আটকে রেখে দিলে বিকল্প ভাবনা তারা ভাববেন। ত্রিপুরা, মণিপুরের সঙ্গে কথা হচ্ছে। প্রয়োজনে বাংলাদেশ বা মায়ানমার হয়ে পণ্য আসবে মিজোরামে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার জোরাম থাঙ্গার সঙ্গে ফোনে কথা বলেন। তখন তিনি তাঁর বিকল্প ভাবনার কথা শাহকেও জানিয়েছেন। মিজোরাম সরকারের প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, অমিত শাহ মুখ্যমন্ত্রীকে বলেছেন, এতটা ভাববার প্রয়োজন নেই। আসামের রাস্তাই খোলা হবে।
ডোনার মন্ত্রী জিতেন্দ্র সিংহ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয়কুমার ভাল্লাও জোরাম থাঙ্গাকে টেলিফোন করেছেন। ফোন করেছেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালও। ওই প্রেস বিবৃতিতে এও বলা হয়েছে, সোনোয়াল মিজোরামের মুখ্যমন্ত্রীকে রাস্তা খোলার আশ্বস্ত করেছেন। জোরাম থাঙ্গার কথা হয়েছে আসামের শিক্ষা-স্বাস্থ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গেও।
পরিস্থিতি বুঝে নিতে মঙ্গলবার মিজোরামের চার মন্ত্রী কলাশিব সফর করেন। তাঁদের মধ্যে রয়েছেন কে লালরিনলিয়ানা, লালছন্দামা রালতে, ড. কে বেইচুয়া এবং রবার্ট রুমাইয়া রয়তে। এ ছাড়া শাসক-বিরোধী বেশ ক-জন বিধায়কও কলাশিব ঘুরে এসেছেন।
মিজোরামের জনসংযোগ মন্ত্রী লাল রুয়াকতিমা রাজ্যবাসীকে পণ্যসামগ্রী নিয়ে উদ্বিগ্ন না হতে বলেন। পাশাপাশি পণ্যের অহেতুক মজুত বা অপব্যবহার সম্পর্কেও সতর্ক করে দেন।