India & World UpdatesHappeningsBreaking News
ফেব্রুয়ারিতে করোনা তলানিতে ঠেকতে পারে, রিপোর্ট
১৯ অক্টোবরঃ আগামী ফেব্রুয়ারি মাসে করোনা সংক্রমণের হার তলানিতে ঠেকতে পারে। সাংবাদিক বৈঠক করে এ কথাই জানিয়েছেন ‘ন্যাশনাল সুপারমডেল কমিটি ফর কোভিড-১৯’ চেয়ারম্যান তথা আইআইটি হায়দরাবাদের অধ্যাপক মাথুকুমাল্লি বিদ্যাসাগর। তিনি জানান, দেশে সংক্রমণ চূড়ান্ত মাত্রা (পিক) পেরিয়ে গিয়েছে।
তবে সংক্রমণ কমানোর ধারা বজায় রাখতে হলে আবশ্যিক শর্ত হিসেবে সুরক্ষাবিধি মেনে চলতে হবে। বেপরোয়া হলে ফের এক মাসে ২৬ লক্ষ সংক্রমণ ধরা পড়তে পারে বলেও সতর্ক করেন তিনি। কোভিডের পরিস্থিতি এবং ভবিষ্যৎ যাচাইয়ে একাধিক আইআইটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সেস, ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট, পুনের ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজি-সহ একাধিক প্রথম সারির প্রতিষ্ঠানের অধ্যাপক-বিজ্ঞানীদের নিয়ে কমিটি তৈরি করেছিল কেন্দ্র। সেই কমিটির বিশ্লেষণই এ দিন ঘোষণা করা হয়। গাণিতিক মডেলের ভিত্তিতে পূর্বাভাস দেওয়া হলেও, তা অক্ষরে অক্ষরে মিলবে এমন নাও হতে পারে। তাই আবশ্যিক সাবধানতার কথাই বারবার শুনিয়েছেন বিজ্ঞানীরা।
লকডাউনের ভবিষ্যৎ নিয়েও এ দিন বার্তা দিয়েছে সুপারমডেল কমিটি। তাদের বক্তব্য, আর লকডাউন করার প্রয়োজন নেই। সুরক্ষাবিধি মেনেই ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে হবে। কেন এ ভাবে সংক্রমণ কমছে তারও ব্যাখ্যা দিয়েছে কমিটি। কমিটির সদস্য এবং ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের ডেপুটি চিফ (মেডিক্যাল) লেফটেন্যান্ট জেনারেল মাধুরী কানিতকরের মতে, সুরক্ষাবিধি আরোপের পাশাপাশি জনগণের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে। তাই একটা পর্যায়ের পর সংক্রমণ কমছে। তবে সংক্রমণ নির্মূল করতে ভ্যাকসিন প্রয়োজন হবে বলেও তিনি জানান।