Barak UpdatesHappeningsBreaking News

রিং-টোনে করোনা সতর্কতায় বরাকেও বাংলা নেই কেন, সরব বঙ্গসাহিত্য

২৯ সেপ্টেম্বর: বিএসএনএল সহ সবকটি টেলিফোন সংস্থা করোনা ভাইরাসের সংক্রমণ সম্পর্কে সতর্ক করতে গিয়ে বরাক উপত্যকাতেও অসমিয়া ভাষায় বার্তা প্রচার করছে৷ বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলন এর তীব্র সমালোচনা করে৷ সোমবার বিএসএনএল এবং রিলায়েন্স-জিও কর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকপত্র প্রদান করে৷

সংগঠনের শিলচর শহর আঞ্চলিক সম্পাদক উত্তমকুমার সাহা, সহ-সম্পাদক সুশান্ত সেন এবং কার্যবাহী সদস্য সুপ্রদীপ দত্তরায় প্রথমে কথা বলেন বিএসএনএলের শিলচর এসএসএ-র অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার সন্তোষকুমার করের সঙ্গে৷ তাঁরা বলেন, একে উপত্যকার সরকারি ভাষা বাংলা৷ এর ওপর, যাদের উদ্দেশে এই সতর্কবার্তা, তাদের প্রায় সবাই অসমিয়ার চেয়ে বাংলাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন৷ তাই বাংলা ভাষায় ওইসব বার্তা প্রচারের আর্জি জানায় বঙ্গসাহিত্যের শিলচর আঞ্চলিক সমিতি৷

পরে রিলায়েন্স-জিওর শিলচর কর্তাদের সঙ্গে একই বয়ানে স্মারকলিপি প্রদান করেন৷ প্রতিনিধি দলের সদস্য সুপ্রদীপ দত্তরায় জানান, তাঁরা এয়ারটেল এবং ভোডাফোনকেও একই দাবি জানাবেন৷ বিএসএনএল এবং রিলায়েন্স-জিও কর্তাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়ে তিনি আশাবাদী, শীঘ্র তারা বাংলা ভাষায় করোনার সতর্কবার্তা প্রচার করবে এবং তা বরাক উপত্যকার মানুষকে করোনা সম্পর্কে অধিকতর সচেতন করবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker