NE UpdatesHappeningsBreaking News

গোমাংস: অত্যাচারিতকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ
NHRC directs Assam govt to pay ₹1 lakh to man beaten for selling beef

১৮ সেপ্টেম্বর: গত বছর বিশ্বনাথ চারিআলির মধুপুর বাজারে সংখ্যালঘু ব্যক্তিকে শুয়োরের মাংস খেতে বাধ্য করা হয়েছিল৷ মানবাধিকার ভঙ্গের এমন ঘটনা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন রাজ্যের মুখ্য সচিব ও ডিজিপিকে শো-কজ করেছিল৷ জবাব দেননি তাঁরা। ক্ষুব্ধ কমিশন অসম সরকারের তীব্র সমালোচনা করে, অত্যাচারিত শৌকত আলিকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।

মধুপুর সাপ্তাহিক বাজারে গোমাংস বিক্রি করছিলেন ৪৮ বছরের শৌকত আলি। হঠাৎই  এক দল যুবক তাঁকে দোকান থেকে টেনে বের করে মারধর করে৷ ভাই সাহাবুদ্দিন অভিযোগ করেন, পুলিশের সামনেই জোর করে শৌকতকে শুয়োরের মাংস খাওয়ানো হয়। গোমাংস বিক্রির অনুমতি দেওয়ায় ওই বাজারের ঠিকাদারকেও থাপ্পড় মারা হয়।

আসামে অবশ্য গোমাংস বিক্রি বৈধ। নিয়ম হল, স্থানীয় পশুপালন দফতর ও প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে। পুলিশ তদন্তে নেমে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করে। তারা বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে।

জাতীয় মানবাধিকার কমিশনের কাছে ঘটনার বিবরণ, ভিডিও ফুটেজ-সহ অভিযোগ দায়ের করেন বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া। তার ভিত্তিতে কমিশন মুখ্যসচিব ও ডিজিপিকে শোকজ করে৷ কিন্তু এক বছরেও  জবাব মেলেনি। তাতে অসন্তুষ্ট কমিশন পুলিশ ও সরকারের তীব্র সমালোচনা করে শৌকত আলিকে ক্ষতিপূরণের নির্দেশ দেয়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker