Barak UpdatesHappeningsBreaking News

করিমগঞ্জে খসড়া ভোটার তালিকার প্রকাশ ১৬ নভেম্বর

১১ সেপ্টেম্বরঃ করিমগঞ্জে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ১৬ নভেম্বর। ২০২১ সালের ১ জানুয়ারিকে ভিত্তি করে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হচ্ছে। বৃহস্পতিবার এ ব্যাপারে রাজনৈতিক দলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন জেলাশাসক তথা জেলা নির্বাচন অফিসার আনবুমাথান এমপি। সেখানেই জানানো হয়, ১৫ ডিসেম্বর পর্যন্ত ওই খসড়ার ওপর দাবি-আপত্তি পেশ করা যাবে। ৫ জানুয়ারির মধ্যে সেই দাবি-আপত্তির নিষ্পত্তি হবে। ১৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। বর্তমানে করিমগঞ্জ জেলায় ৮ লক্ষ ৮৩ হাজার ৬৭৮ জন ভোটার রয়েছেন। রাতাবাড়িতে ১ লক্ষ ৬৭ হাজার ৭৪০, পাথারাকান্দিতে ১ লক্ষ ৭৯ হাজার ১৬৪, উত্তর করিমগঞ্জে ১ লক্ষ ৯৩ হাজার ৩৬২, দক্ষিণ করিমগঞ্জে ১ লক্ষ ৮৪ হাজার ৫৬৭ এবং বদরপুরে ১ লক্ষ ৫৮ হাজার ৮৪৫ জন ভোটার রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker