NE UpdatesBarak UpdatesHappenings
৩০ লক্ষ টাকার বার্মিজ সিগারেট বাজেয়াপ্ত, ধৃত ৩
২ সেপ্টেম্বর: ৩০ লক্ষ টাকার বার্মিজ সিগারেট বাজেয়াপ্ত করল বিএসএফ৷ গ্রেফতার করা হয়েছে তিন যুবককে৷ গোয়েন্দা সূত্রে খবর পেয়ে করিমগঞ্জ জেলার সুপ্রাকান্দিতে ওঁৎ পেতে থাকেন সীমান্ত রক্ষী জওয়ানরা৷ সন্ধ্যায় দ্রুত বেগে একটি মিনিট্রাক ওই পথ ধরে যাওয়ার সময় আটকে দেন এরা৷ তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত হয় ৩ হাজার ৭০০ প্যাকেট মায়নমারের সিগারেট৷
ধৃতরা হল লরিচালক রেজাউল হক, ইমদাদুল্লা খান ও আরিয়ান দাস৷ ২৯ বছরের রেজাউল ও ১৮ বছরের আরিয়ান দাসের বাড়ি নিলামবাজারে৷ ইমদাদুল কেউটকোনার বাসিন্দা৷ তারা স্বীকার করে, মিজোরামের কানমুন সীমান্ত এলাকা থেকে এগুলি এনেছে৷ করিমগঞ্জের এক ব্যবসায়ীকে নিয়ে দেওয়া হতো৷ বাজেয়াপ্ত সামগ্রী এবং তিন যুবককে করিমগঞ্জ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ বিএসএফের দাবি, এগুলি আসলে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল৷