NE UpdatesHappeningsBreaking News
করোনাকালেও পর্যটনের প্রাণকেন্দ্রে চড়াইদেওর জলপ্রপাত
৩০ আগস্ট: করোনা ভাইরাসের বাড়তি সংক্রমণের দরুন মানুষ প্রতি মুহুর্তে একটা আতঙ্কের আবহে দিন কাটাচ্ছেন। কিন্তু অসমের একটি জায়গা যেন এসব শঙ্কার ধারে-কাছেও নেই। রাজ্যের চড়াইদেও এলাকার একটি জলপ্রপাত বর্তমান বিপর্যয়ের সময়েও আকর্ষণ ও স্বতঃস্ফূর্ত পরিবেশের দৃষ্টান্ত হয়ে আছে। খুশি থাকার রসদ জোগাচ্ছে মানুষকে।
এই শিলঘাঘরি জলপ্রপাত করোনাকালেও হয়ে উঠেছে পর্যটকদের প্রাণকেন্দ্র। রোজই এখানে এসে আনন্দে সময় কাটান বহু পর্যটক। উপভোগ করেন এক শীতল পরিবেশ। গ্রীষ্মকালীন সময়ে চেরাপুঞ্জি, শিলং এসব জায়গায় ভ্রমণের চাহিদা পর্যন্ত শিলঘাঘরি’র চমক দেখে ভুলে গেছেন পর্যটকরা, স্থানীয়দের অভিমত এমনটাই। উল্লেখ্য, চড়াইদেও জেলার হালোয়া গ্রামের এই প্রপাতটি সাতটি শিলা দিয়ে বেষ্টিত রয়েছে। ইম্ফলের পাহাড়ই হচ্ছে শিলঘাঘরি’র জলধারার প্রধান উৎস।