Barak UpdatesHappeningsBreaking News
তিন জেলাশাসকের ইচ্ছায় ২৬ থেকে লকডাউন, আপত্তি নেই সরকারেরCOVID-19: Govt. gives go ahead to measures to be put in place by DCs of Barak Valley
২৩ আগস্ট: লকডাউনের স্পষ্ট ঘোষণা নেই মুখ্যসচিবের চিঠিতে৷ কিন্তু লকডাউনে রাজ্য সরকারের যে আপত্তি নেই তা খোলামেলা জানিয়ে দিয়েছেন তিনি৷ বরাক উপত্যকার তিন জেলাশাসকেরই ২৬ আগস্ট থেকে লকডাউন জারির ইচ্ছা৷ এ ব্যাপারে ঘোষণার দায়িত্ব তাঁদের উপরই ছেড়ে দিয়েছেন মুখ্যসচিব কুমার সঞ্জয় কৃষ্ণ৷ শুধু সতর্ক করে দিয়েছেন, শনিবার জারি হওয়া কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা যেন লঙ্ঘিত না হয়৷ অর্থাৎ অন্য জেলা বা ভিন রাজ্যের যানবাহন যাতে বাধাপ্রাপ্ত না হয়৷
মুখ্যসচিবের চিঠিতেই স্পষ্ট, তিন জেলাশাসকই নিজেদের ইচ্ছা অনুসারে ২৬ আগস্ট থেকে ১০ দিনের পূর্ণ লকডাউন জারি করতে চলেছেন৷
August 23: The State Government has no objection to the measures to be put in place by Deputy Commissioners of Hailakandi, Cachar and Karimganj districts of Barak Valley for ensuring prevention of further spread of COVID-19 from August 26 to September 4.
In an order issued to this effect on Sunday, Chief Secretary, Kumar Sanjay Krishna said that examining carefully the reports of Deputy Commissioners of three districts of the Barak Valley of increasing incidences of spread of COVID-19 cases in their respective jurisdictions and their opinions in favour of putting in place certain restrictions to ensure strict compliance of COVID-19 protocols, the State Government has no objection to the measures to be put in place by Deputy Commissioners of the three districts as deemed proper for ensuring prevention of further spread of COVID-19 between Wednesday, the 26th August and Friday, the 4th September, 2020. The Chief Secretary further stated that the Deputy Commissioners have to ensure compliance of all directives issued by the Ministry of Home Affairs, including the latest one issued on Saturday.