Barak UpdatesHappeningsBreaking News
দাদার মতই গণপিটুনিতে মৃত বাগপুরের জয়নাল উদ্দিন
১৪ আগস্ট: ডাকাত সর্দার হিসাবে এলাকায় পরিচিত ডালই মিয়ার আরেক পুত্রের মৃত্যু ঘটল গণধোলাইয়ে। শুক্রবার বেলা দুইটা নাগাদ নিয়াইরগ্রাম বাগপুর বাইপাস সড়ক সংলগ্ন হাওরে জয়নাল উদ্দিনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
বিতর্কের সূত্রপাত দু’দিন আগে৷ জয়নাল নিয়াইরগ্রাম-বাগপুর এলাকার এক হাতুড়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। তাঁর স্ত্রী ‘ডাক্তার বাড়ি নেই’ বললে বিশ্বাস হয়নি জয়নালের৷ গালিগালাজ করে মহিলাকে৷ হুমকিও দেয়। ওই চিকিৎসক গ্রামের লোকদের কাছে বিচার চাইলে শুক্রবার সকাল নয়টা নাগাদ দেড় শতাধিক লোক বাগপুর দ্বিতীয় খন্ডে জয়নাল উদ্দিনের বাড়িতে ভাঙচুর চালান। জয়নাল পালিয়ে যায়। তবে পার্শ্ববর্তী বস্তির মানুষ তাকে ধরে ফেলেন। উত্তেজিত জনতা সেখান থেকে তাকে নিয়ে আসেন। পথে পথে চলে কিল-ঘুসি-লাথি৷ একসময় অজ্ঞান হয়ে পড়লে গ্রামবাসী হাওরের সামনে তাকে ফেলে চলে আসেন৷ পরে খবর পেয়ে শিলচর সদর থানার পুলিশ মৃত অবস্থায় তাকে উদ্ধার করে৷
ডালই মিয়ার ছেলের মৃত্যুর খবর মুহূর্তের মধ্যে গোটা সোনাইয়ে ছড়িয়ে পড়ে। মাস পাঁচেক আগে তার আরেক ছেলে মায়াজুল হক সোনাবাড়িঘাট দ্বিতীয় খন্ডে বাইক চুরির অভিযোগে গণধোলাইয়ের শিকার হয়৷ ইলেকট্রিক খুঁটিতে পিছমোড়া করে বেঁধে পেটানো হয়েছিল তাকে৷ ওই অবস্থাতেই প্রাণ হারিয়েছিল মায়াজুল৷