Barak UpdatesHappeningsBreaking News
করিমগঞ্জে আক্রান্ত ২৫, ডিসি নেগেটিভ
25 +ve in Karimganj on Wednesday

২৯ জুলাইঃ বুধবার করিমগঞ্জ জেলায় ২৫ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে জেলাশাসকের কার্যালয়ের দুই কর্মীও রয়েছেন। তবে জেলাশাসক আনবুমাথান এমপি-র রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি অবশ্য লালারসের নমুনা দিয়েই নিভৃতবাস করছিলেন।
এ দিন করিমগঞ্জ জেলা কোভিড হাসপাতাল থেকে মোট 24 জনকে ছাড়া হয়েছে।
করিমগঞ্জ জেলা জনসংযোগ জানিয়েছে, বদরপুর বা চুরাইবাড়ি যেদিকেই কেউ করিমগঞ্জ জেলায় প্রবেশ করবেন, তাঁকে বাধ্যতামূলক কোভিড টেস্ট করাতে হবে। পাশাপাশি জেলাশাসকের কার্যালয়, আদালত প্রাঙ্গণ সহ বড়সড় সরকারি কার্যালয়ে প্রবেশের সময় কোভিড টেস্ট্ করাতে হবে। জেলাশাসক এক নির্দেশ জারি করে তাঁদের ভিজিটরদেরও টেস্টের জন্য নমুনা সংগ্রহের নির্দেশ দেন। এ ছাড়া, তাঁদের আওতাধীন ব্যাঙ্ককর্মী, সরকারি কর্মচারী, দোকানের মালিকদের কোভিড টেস্ট করাতে হবে।