Barak UpdatesHappeningsBreaking News

কাছাড়ে সন্ধ্যা পর্যন্ত আক্রান্ত ৫৫
COVID Cachar: 55 tests +ve till Tuesday evening

২১ জুলাই: মঙ্গলবারও কাছাড় জেলায় করোনা আক্রান্তদের সংখ্যা প্রায় লাফিয়ে বাড়ছে৷ প্রথম তালিকায় ১০ জন, দ্বিতীয় তালিকায় আরও ১০ জন যোগ হলেও সন্ধ্যায় তা ৫৫-য় পৌঁছয়৷

Rananuj

মঙ্গলবার কাছাড়ে ১০ জন কোভিড আক্রান্তের প্রথম তালিকা প্রকাশিত হয়েছে৷ এর মধ্যে ৭ জনই শিলচর শহরের৷ জানিগঞ্জ এলাকার ২ জন, হাইলাকান্দি রোড বিধান সরণির ২ জন৷ বাকি ৩ জন হলেন প্রেমতলা, বিবেকানন্দ রোড ও রাধামোহন রোডের৷ এ ছাড়াও এ দিন আক্রান্ত হন ভরাখাই টি এস্টেট, কাটিগড়া ও ভাগাবাজারের একজন করে৷ তালিকাটি আসলে ১১ জনের৷ একজন মণিপুরের জিরিবামের৷ এই ১১ জনের মধ্যে ৭ জনের শরীরেই নানা ধরনের উপসর্গ দেখা দিয়েছিল৷

দ্বিতীয় তালিকাতে তারাপুরের রয়েছেন ২ জন৷ একজন করে রয়েছেন রাধামাধব রোড, জানিগঞ্জ, আইরংমারা, ধলাই, পয়লাপুল, লংলাছড়া৷ মাসিমপুর কোয়রান্টিন সেন্টার এবং আসাম রাইফেলস কোয়রান্টিন সেন্টারের একজন করে এ দিন আক্রান্ত হন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker