Barak UpdatesHappeningsBreaking News

অন্নপূর্ণাঘাটে ২০.১১, বরাকে বন্যার পদধ্বনি
Footsteps of flood! Barak crosses 20.11 mtrs at Annapurna Ghat

১৬ জুলাই: করোনা ভাইরাসের বিরুদ্ধে তীব্র লড়াইর মধ্যেই এবার আরও এক সঙ্কট মাথা তুলে দাঁড়িয়েছে৷ মঙ্গলবার থেকে লাগাতার জল বেড়ে চলেছে বরাক নদীতে৷ ভোর ৬টায় অন্নপূর্ণাঘাটে বরাক নদীর জলস্তর হয়েছে ২০.১১ মিটার৷ অর্থাৎ বিপদসীমার ২৮ সেমি উপর দিয়ে বয়ে চলেছে৷ এখনই নদী কানায় কানায় ভর্তি৷ অথচ ঘণ্টায় ২-৩ সেমি করে বৃদ্ধি হচ্ছে জলস্তর৷ এভাবে আর কয়েকঘণ্টা প্রবাহিত হলে বহু জায়গায় বরাক নদী গ্রামে ঢুকে পড়বে৷ তীরবর্তী এলাকায় বাড়িঘরে জল ঢুকে পড়বে৷ সঙ্কটের কথা, বন্যা তীব্র হলে একে তো শরণার্থী শিবিরে ভাইরাস ঘাঁটি গাড়বে, অন্যদিকে কোয়রান্টিন সেণ্টারের জন্য অনেক জায়গায় শরণার্থী হয়ে ওঠার স্থানও মিলবে না৷ উদ্বেগে সাধারণ জনতা৷

এদিকে, লাগাতার জলস্তর বৃদ্ধিতে বন্যার রূপ নিয়েছে কুশিয়ারাও৷ মানুষ আতঙ্কে কখন নদীর জল ঘরবাড়ি ভাসিয়ে দেয়! তবে স্বস্তির কথা, সোনাই, ধলাই, ধলেশ্বরী ও কাটাখালে জলস্তর নামতে চলেছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker