NE UpdatesAnalyticsBreaking News
করোনাক্রান্ত গর্ভবতী মহিলা-শিশুদের জন্য রাজ্যে পৃথক হাসপাতাল
১২ জুলাই ঃ করোনা সংক্রমিত গর্ভবতী মহিলা ও শিশুদের জন্য এ বার রাজ্যে পৃথক কোভিড হাসপাতাল হবে। তাছাড়া বয়স্কদের জন্য পৃথক ওয়ার্ড হবে। করোনা মহামারির মধ্যে রাজ্য সরকার দেশে প্রথম এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানান, করোনা সংক্রমিত গর্ভবতী মহিলা, ১২ বছরের নিচে থাকা শিশু ও ৬৫ বছরের বেশি বয়সের প্রবীণ ব্যক্তিদের জন্য একটি হাসপাতাল শুরু করার পরিকল্পনা রাজ্য সরকার নিয়েছে। তিনি বলেন, মহিলা ও শিশু হাসপাতালে মাতৃত্ব ও শিশুদের দেখাশোনা করার জন্য সবধরনের সুবিধা থাকবে। এই হাসপাতাল আগামী ১৪ জুলাই থেকে শুরু হবে। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, খানাপাড়ায় ৬৫ বছরের বেশি বয়সী প্রবীণদের জন্য হাসপাতাল হবে। সেখানে প্রবীণদের জন্য ওয়ার্ড হবে এবং প্রতি ৫-৬ থেকে জনের বিপরীতে একজন করে নার্স থাকবে।
তাছাড়া এই হাসপাতালে রক্ত, রক্তচাপ, ডায়াবেটিস ইত্যাদি পরীক্ষার ব্যবস্থা থাকবে। এমনকি শিশুদের খেলার জন্য ও প্রবীণদের খাওয়ার ব্যবস্থা যাতে যথাযথ হয়, সেদিকেও খেয়াল রাখা হবে। মন্ত্রী হিমন্ত এও বলেছেন, করোনা রোগীদের মধ্যে যারা অন্য রোগে আক্রান্ত ও সেসবের জন্য ওষুধ খাচ্ছেন, তাদের জন্য স্বাস্থ্য মিশনের কার্যালয়ের নিচে একটি কাউন্টার খোলা হবে। রোগীর পরিজনরা ওষুধ বা ডাক্তারের প্রেসক্রিপশন কাউন্টারে জমা করিয়ে দিলে স্বাস্থ্য বিভাগ ওষুধ ক্রয় করে তা রোগীর কাছে পৌঁছে দেবেন।