Barak UpdatesHappeningsBreaking News
আক্রান্ত স্ত্রীর সঙ্গে স্বামী-সন্তানও কোভিড ওয়ার্ডে! সবাই নেগেটিভ হওয়ায় কোয়রান্টাইনে
২৬ জুন: তিনজনই একসঙ্গে দিল্লি থেকে ফিরেছিলেন৷ কাছাড় জেলার রানিঘাটের আলি আহমেদ, স্ত্রী রেজুনা বেগম ও তাদের এক বছরের সন্তান৷ বিমানবন্দরে স্বাস্থ্যকর্মীরা সবার লালারসের নমুনা সংগ্রহ করেন৷ রিপোর্ট আসে রেজুনা পজিটিভ৷ তাকে বাড়ি থেকে তুলে আনতে গেলে স্বামী গোঁ ধরে বসেন, স্ত্রীকে একা ছাড়বেন না৷ শেষপর্যন্ত বাধ্য হয়ে তিনজনকেই শিলচর মেডিক্যাল কলেজের কোভিড ওয়ার্ডে রাখা হয়েছিল৷ শুক্রবার রেজুনা সুস্থ হয়ে ওঠেন৷ তার স্বামী-সন্তানের রিপোর্টও নেগেটিভ আসে৷ সুস্থ মানুষ দুইজন রোগীর সঙ্গে থাকায় কোনও ঝুঁকি নিতে চান না মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ৷ উপাধ্যক্ষ ডা. ভাস্কর গুপ্ত জানিয়েছেন, তিনজনকেই এ দিন শিলচর সিভিল হাসপাতালে কোয়রান্টাইন করা হয়েছে৷ সাতদিন পরে তিনজনের লালারসের নমুনা পরীক্ষা করা হবে৷ তখন সবাই নেগেটিভ হলেই তাদের বাড়িতে পাঠানো হবে৷
এর আগে পজিটিভ সন্তানের সঙ্গে সুস্থ মার কোভিড ওয়ার্ডে থাকার বেশকটি ঘটনা অসমে ঘটেছে৷ কিন্তু স্ত্রীর জন্য স্বামীর এতটা ঝুঁকিগ্রহণ, এই প্রথম৷