India & World UpdatesHappeningsBreaking News
হাসপাতালের দায়িত্বে করোনায় মৃতদের অন্ত্যেষ্টি হচ্ছে দিল্লিতে
১৬ জুন: পরিবার-পরিজনের উপস্থিতি বা তাঁদের অনুমতি নিয়ে দিল্লিতে করোনা আক্রান্ত মৃত ব্যক্তির দাহ সৎকার করছে দিল্লির বিভিন্ন হাসপাতাল। স্বরাষ্ট্রমন্ত্রকের ফরমান মেনেই হচ্ছে এই শেষকৃত্য। নির্দিষ্ট সংখ্যা জানা না গেলেও মঙ্গলবার এমন বেশ ক’টি মৃতদেহ সৎকার হয়েছে করোনা প্রটোকল মেনে। বুধবার আরও ৩৬ করোনা রোগীর মৃতদেহ এভাবেই সৎকার হবে হাসপাতালের দায়িত্বে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখন দিল্লির করোনা পরিস্থিতি দেখভাল করছেন। আর তাঁর কাছে এই দায়িত্ব আসার পর রাজধানীতে ভাইরাস মোকাবিলার কাজ এক নতুন গতি পেয়েছে। নানা পরিকল্পনা শীঘ্র বাস্তব রূপ পাচ্ছে ।
রবিবার, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ইস্যুতে দু’দুটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষ বর্ধন, মেয়র, দিল্লির তিন পুরসভার কমিশনার সহ অন্যান্য পদস্থ আধিকারিকরা সামিল ছিলেন। তাছাড়া, সোমবার দিল্লির এলএনজেপি হাসপাতালে ঝটিকা সফর করেন তিনি। হাসপাতালের কোভিড-১৯ চিকিৎসার খোঁজ নেন। চিকিৎসা সামগ্রীর মজুতের ব্যাপারটাও খতিয়ে দেখেন তিনি। প্রত্যেক উন্নীত হাসপাতালের কোভিড-১৯ ওয়ার্ডে সিসিটিভি নিরীক্ষণ বাধ্যতামূলক করতে পদক্ষেপ নেওয়ার জন্য ওইদিন দিল্লির মুখ্য সচিবকে নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি করোনা টেস্টও আগে থেকে দ্বিগুণ হয়েছে। পর্যায়ক্রমে আরও সংখ্যা বাড়বে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ৷