Barak UpdatesHappeningsBreaking News
সেকেন্ড লিংক রোডে পজিটিভ! সচেতনতার দরুন কমল ঝুঁকিCorona +ve at 2nd Link Road, infected man was in home quarantine
১৬ জুনঃ শিলচর সেকেন্ড লিংক রোড থেকে মঙ্গলবার দুপুরে করোনা সংক্রমিত একজনকে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সঙ্গে ছড়ায় আতঙ্ক এবং নানা চর্চা। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্বিগ্ন বা আতঙ্কিত হওয়ার ব্যাপার নয়। বরং সচেতনতা, সতর্কতা বাঞ্ছনীয়।
স্বাস্থ্য বিভাগের ডিস্ট্রিক্ট মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী জানিয়েছেন, সচেতনতা ও সতর্কতার জন্যই সেকেন্ড লিংক রোডে করোনা সংক্রমণের ঝুঁকি কমে গিয়েছে। তিনি বলেন, আক্রান্ত ব্যক্তি ৫৯ বছরের বিশ্বজিত দাস। কলকাতা থেকে এসেছেন। তাঁর বয়সের কথা ভেবে বাড়িতেই কোয়রান্টাইনে থাকতে পরামর্শ দেওয়া হয়। সরকারি তরফে অটোরিকশার ব্যবস্থা করে তাকে সেকেন্ড লিংক রোড ৫ নং লেনের বাড়িতে ঢুকিয়ে দেওয়া হয়। বিমানবন্দরেই স্বাস্থ্যকর্মীরা তাঁর লালারস সংগ্রহ করেন।
মঙ্গলবার তাঁর লালারসের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। পজিটিভ। সঙ্গে সঙ্গে তাঁকে মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু বিশ্বজিতবাবুর সচেতনতার জন্য স্বাস্থ্যবিভাগ বা এলাকাবাসীকে অতিরিক্ত ঝামেলা পোহাতে হয়নি। সুমনবাবুর কথায়, বিশ্বজিত দাস কলকাতা থেকে রওয়ানা হওয়ার আগেই পরিবারের অন্যদের জন্য অন্যত্র একটি ভাড়াবাড়ির ব্যবস্থা করেন। তিনি ফাঁকা বাড়িতে এসে ঢোকেন এবং একবারের জন্যও বেরোননি। এর দরুন পরিবারের অন্যদের লালারস সংগ্রহ বা কোয়রান্টাইনের প্রয়োজন পড়েনি। শুধু যে অটোয় তাকে বাড়ি পাঠানো হয়েছিল, সেই অটোর চালক ও তার ভাইকে কোয়রান্টাইন করা হয়েছে। তাদের লালারসের নমুনা সংগ্রহ করা হবে। সুমনবাবু বলেন, বিশ্বজিতবাবুকে পৌঁছানোর সময় অটোচালকের ভাই অটোতে ছিলেন।
শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. ভাস্কর গুপ্ত জানান, গত ২৪ ঘণ্টায় চারজন করোনা আক্রান্তকে মেডিক্যালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনকে পাঠানো হয়েছে হাইলাকান্দির ধলাই মডেল হাসপাতাল থেকে। তিনি ডায়াবেটিসে আক্রান্ত বলে মডেল হাসপাতাল উন্নত চিকিতসার জন্য মেডিক্যাল কলেজে পাঠিয়ে দিয়েছে।