Barak UpdatesHappeningsBreaking News
কাশ্মীরে ১৭ দিনে ২৭ জঙ্গি মারা গিয়েছে: ডিজিপি
১৫ জুন: জম্মু-কাশ্মীরে এখন জঙ্গিদের সব চক্রান্ত ও নাশকতার ছককে একের পর এক বানচাল করছে সেনাবাহিনী। তাই দিশেহারা হয়ে নিরপরাধ সাধারণ মানুষকে টার্গেট করছে সন্ত্রাসবাদীরা। সোমবার একথা বললেন জম্মু-কাশ্মীর পুলিশের ডিজিপি লালবাগ সিং। তিনি বলেন, জঙ্গিদের খুঁজে বের করে নিকেশ করছে নিরাপত্তা বাহিনী। গত ১৭ দিনে ২৭ জঙ্গি মারা পড়েছে। এরমধ্যে হিজবুল, লস্কর ও জয়েশ এই তিনটি গোষ্ঠীরই সদস্য রয়েছে বলে জানান ডিজিপি।
দিলবাগ সিং জানিয়ে দেন, গত পাঁচমাসে সবচেয়ে বেশি জঙ্গি মারা গেছে সেনা অভিযানে। বহু হিট লিস্টের কমান্ডারও ছিল এদের মধ্যে। ফলে অভিযানে সফলতা আসছে। কাশ্মীরের ডোডা জেলায় শুধু একজন জঙ্গি জীবিত রয়েছে। তাছাড়া, সন্ত্রাসবাদীমুক্ত হয়ে গেছে গোটা জেলা। উপত্যকায় সন্ত্রাসবাদী গতিবিধির জন্য সরাসরি পাকিস্তানের প্রচ্ছন্ন মদতকে দায়ী করেন ডিজিপি। এ দিন সুরক্ষা সংক্রান্ত এক পর্যালোচনা সভায় কাশ্মীরের আমজনতার নিরাপত্তার বিষয়েও গুরুত্ব আরোপ করেন তিনি।