Barak UpdatesHappeningsBreaking News
লালার বাগানে শিবলিঙ্গ ভাঙচুর, উত্তেজনা, পুলিশের লাঠিচার্জMiscreants vandalise a Shiv temple at Lala in Hailakandi
১২ জুন ঃ দুষ্কৃতীদের দ্বারা শিবলিঙ্গ ও ত্রিশূল ভাঙার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার দিনভর উত্তপ্ত ছিল লালা থানার সিংলা চা বাগান। এ ঘটনাকে কেন্দ্র করে সড়ক অবরোধ সহ সাধারণ মানুষের প্রতিবাদ এতটাই ছিল যে, শেষ পর্যন্ত পুলিশকে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়েছে। এতে আহত হয়েছেন তিনজন। জানা গেছে, বৃহস্পতিবার রাতে মন্দিরের শিবলিঙ্গ, ত্রিশূল ও অন্যান্য সামগ্রী ভাঙচুর করে অজ্ঞাত দুষ্কৃতীরা। শুক্রবার সকালে তা জানাজানি হতেই দ্রুতুত্তেজনা ছড়িয়ে পড়ে। বিভিন্ন হিন্দু সংগঠনের নেতারা সেখানে ছুটে যান। উত্তেজিত জনতা সে সময় পথ অবরোধ শুরু করেন।
এ দিকে খবর পেয়ে সেখানে ছুটে যান বিশাল বাহিনী নিয়ে হাইলাকান্দি পুলিশের কর্তারা। তাঁরা অবরোধকারীদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেও বিফল হন। কিন্তু কিছু মানুষ পুলিশের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হন। অবরোধস্থল থেকে তখন জেলাশাসকের উপস্থিতি দাবি করা হয়। এর কিছুক্ষণ পরে একটি ছোট গাড়িকে পাস দেওয়া নিয়ে ফের পুলিশের সঙ্গে বচসা শুরু হলে সেখানে প্রহরারত নিরাপত্তা রক্ষীরা লাঠিচার্জ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের ও সি আর পি এফ জওয়ানদের লাঠির আঘাতে বেশ কয়েকজন জখম হন। এদের মধ্যে তিনজনের আঘাত বেশি। পরে লালার সার্কল অফিসার ঘটনাস্থলে পৌছান। উত্তেজনা প্রশমনে এলাকায় পুলিশি টহল অব্যাহত রয়েছে।