Barak UpdatesHappeningsBreaking News

জানুয়ারির আগে শিক্ষা প্রতিষ্ঠান না খুলতে আর্জি দত্তরায়ের

৬ জুন : জানুয়ারির আগে কোনও ধরনের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় না খোলার আর্জি জানিয়েছেন প্রাক্তন ছাত্রনেতা তথা গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী প্রদীপ দত্তরায় । তিনি বলেন, সারাদেশে করোনার প্রাদুর্ভাব চলছে৷ আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে৷ বাড়ছে মৃত্যুর সংখ্যাও৷ বিশেষ করে, আসামে দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে আক্রান্তের সংখ্যা । মে মাসে এক লাফে হাজারের উপর চলে গিয়েছে করোনা আক্রান্ত । এই অবস্থায় সরকার যদি স্কুল-কলেজ খোলার ব্যবস্থা করেন তাহলে পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নেবে বলেই আশঙ্কা করছেন তিনি। তাঁর কথায়, স্কুল-কলেজে সামাজিক দূরত্ব বজায় রাখা কোনোভাবেই সম্ভব হবে না। বিধি মানতে গেলে স্কুল-কলেজে এক বেঞ্চে দুজনের উপর ছাত্র বসানো যাবে না । তাহলে বাকি ছাত্ররা কোথায় বসবে? এই অবস্থায় তাই স্কুল-কলেজ যাতে কোনোভাবেই জুলাই মাসে খোলা না হয় অনুরোধ করেন প্রদীপবাবু।

তাঁর কথায়, প্রথমে স্বাস্থ্য, তারপর শিক্ষা । এক বছর শিক্ষাবর্ষ নষ্ট হলে ছাত্রদের তেমন কোনও ক্ষতি হবে না । আসাম আন্দোলনের সময়ও এক শিক্ষাবর্ষ নষ্ট হয়েছিল।

পাশাপাশি তিনি ছাত্রদের পুরনো মার্ক দেখে প্রমোশন দেওয়ারও অনুরোধ করেন৷ এমন গুরুত্বপূর্ণ ইস্যুতে আসুর নীরবতায় তিনি বিস্ময় প্রকাশ করেন৷

প্রদীপবাবুর আরও অভিযোগ, করোনার সুযোগ নিয়ে ব্যবসায়ীরা মুনাফা লুটছে । অস্বাভাবিক হারে দাম বৃদ্ধি পাচ্ছে । কিছুতেই এর লাগাম টানা হচ্ছে না। দ্রব্যমূল্যের তালিকা নির্ধারণ করে দিলেও ব্যবসায়ীরা মেনে চলেন না ।

প্রদীপ দত্তরায় বন্ধন ব্যাংকের ঋণের কিস্তি নিয়েও অভিমত প্রকাশ করেন৷ তিনি বলেন,  ব্যাংক থেকে দরিদ্র ঋণগ্রহীতাদের উপর চাপ দেওয়া হচ্ছে । তাই কেন্দ্রীয় সরকারের কাছে তাঁর আবেদন, অন্তত তিনমাস তাদের বন্ধন ব্যাংকের ঋণের কিস্তি মকুব করা হোক । সরকার বড় বড় শিল্পপতিদের কোটি টাকা মুকুব করে দিতে পারে, তাহলে ওই দিনমজুরদের টাকা কেন করতে পারছে না?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker