NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

১৫ দিনের আগে ট্রেন চলবে না পাহাড় লাইনে
Railways to resume service in hill section atleast after 15 days

৩ জুনঃ বড়াইল পাহাড় ও সংলগ্ন অঞ্চলে তিনদিন ধরে লাগাতার বর্ষণ চলছে। ক্রমে এর মাত্রা বাড়তে চলেছে। বাড়ছে পাহাড় লাইনের ক্ষয়ক্ষতি। সোমবারের চেয়ে মঙ্গলবার রাতে ট্র্যাকের ক্ষতি হয়েছে অনেক বেশি। আগের দিন মাইবাং ও মুপার মধ্যবর্তী অংশে লাইনের নীচের মাটি-পাথর পুরো ধুয়ে নিয়ে নিয়েছিল। তাই রেলকর্তারা আশা করছিলেন, বৃষ্টি সামান্য থামলেই সবাই মিলে কাজে নেমে পড়বেন। তাতে চারদিনের মধ্যে ট্রেনে চালানো সম্ভব হবে। কিন্তু মঙ্গলবার রাতে দাওতোহাজা, ফাইডিং, মাইগ্রেনডিসা সহ সর্বত্র ট্র্যাকের ওপর পাহাড়-ধসা মাটির ঢিবি তৈরি হয়েছে।

৭৫ কিলোমিটার অংশে সুড়ঙ্গের মুখ মাটিতে প্রায় বন্ধই। মুপায় একদিকে ট্র্যাকের নীচে মাটি-পাথর নিশ্চিহ্ন। অন্যদিকে ২০০ মিটার পুরো দুমড়েমুচড়ে গিয়েছে। রেলকর্তারা জানিয়ে দিয়েছেন, পক্ষকালের আগে পুরো পাহাড় লাইনের ওপর থেকে মাটি সরিয়ে ট্র্যাক মেরামতির কাজ শেষ হবে না। তাতে বিপাকে পড়েছেন লকডাউনে আটকে পড়া বিপন্ন মানুষগুলো। দীর্ঘদিন অপেক্ষার পর কেউ শ্রমিক এক্সপ্রেসে, কেউ বিশেষ ট্রেনে আসতে চাইছিলেন। তাদের এখন অপেক্ষা ছাড়া উপায় নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker