Barak UpdatesHappeningsBreaking News

ট্র্যাকের নীচের মাটি সরল, পাহাড় লাইন অনির্দিষ্টকালের জন্য বন্ধ
Hill section shut for indefinite period due to landslide at multiple places

২ জুন: অবিরাম বর্ষণের দরুন অনির্দিষ্টকালের জন্য পাহাড় লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে৷ সোমবার দিনভর বিভিন্ন স্থানে ট্র্যাকের ওপর ধস পড়ে৷ রাত সাড়ে ১১টা নাগাদ ঘটে চূড়ান্ত ক্ষতি৷ মাইবাং ও মুপার মধ্যবর্তী স্থানে ৩০০ মিটার এলাকায় ট্র্যাকের তলা থেকে পাথর-মাটি পুরো সরে যায়৷ ওই পথে কিছু সময়ের ব্যবধানে ৪টি ট্রেন পেরনোর কথা ছিল৷ সবকটিকে বিভিন্ন স্টেশনে আটকে দেওয়া হয়েছে৷ এর মধ্যে দিল্লি-আগরতলা রাজধানী এক্সপ্রেস বদরপুর থেকে আগরতলা ফিরে গিয়েছে৷ মিজোরামের ভৈরবী থেকে বিহারের আধিয়াগামী শ্রমিক স্পেশাল ট্রেনকেও বদরপুর থেকে ভৈরবীতে ফিরিয়ে নেওয়া হয়েছে৷ আগরতলা ও জিরিবামগামী দুটি শ্রমিক এক্সপ্রেসকে গুয়াহাটি ও লামডিঙে আটকা পড়ে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker