Barak UpdatesHappeningsBreaking News
শেষদিনেও ৮২ জনের অন্ন জোগাল ভাষাশহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতি
৩১ মেঃ করোনা সংক্রমণের আশঙ্কায় বহু নীতিনির্দেশিকা অটল থাকলেও সরকারি ভাষ্য অনুসারে লকডাউন প্রায় শেষ। এখন শুরু হয়েছে আনলক প্রক্রিয়া। ১ জুন থেকে তার প্রথম প্রয়াস। জীবনযাত্রা ক্রমে স্বাভাবিক হতে চলেছে। দোকানপাট খুলেছে, চলছে গাড়ি-রিকশা। মানুষও ঘর থেকে বেরোচ্ছেন। এই সময়ে শিলচরের রেলস্টেশনে আর খাবার না দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছে ভাষাশহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতি। রবিবার ৮২ জনের হাতে ডিম-ভাতের প্যাকেট তুলে দিয়ে সবাইকে জানিয়ে দিয়েছেন, কাল থেকে আর খাবার দেওয়া হবে না। অত্যন্ত দুঃসময়ে এমন আয়োজনের জন্য সবাই সমিতির কর্মকর্তাদের সাধুবাদ জানান। তাঁরা স্বীকার করেন, এখন প্লাস্টিকের বোতল কুড়িয়ে হোক বা দোকানে দোকানে ঘুরে ভাত জুটে যাবে। কিন্তু লকডাউনের শুরুতে তারা সাংঘাতিক দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। তখন প্রতিদিন রাতের খাবারের এই ব্যবস্থা না হলে উপোষে মরতে হতো।
এই কাজে যারা এতদিন ধরে স্বেচ্ছাসেবা প্রদান করেছেন, তাদের সবাইকে রবিবার শেষদিনে উত্তরীয় ও মাস্ক দিয়ে সম্মান জানান স্থানীয় বিজেপি নেতা তথা ইন্ডিয়ান রেডক্রশ সোসাইটির শিলচর শাখার চেয়ারম্যান দীপায়ন চক্রবর্তী। তিনি সাংসদ রাজদীপ রায়ের শুভেচ্ছার কথাও তাদের শোনান।
সমিতির সাধারণ সম্পাদক ডা. রাজীব কর বলেন, টানা ৫৬ দিন তারা এই কাজ করেছেন৷ শুরু করেছিলেন ৬ এপ্রিল৷ প্রথমেই তারা সিদ্ধান্ত নেন, নিজেরা রান্না করে খাবার বিলি করবেন৷ প্রথমদিকে ৩ মে পর্যন্ত রান্নার দায়িত্ব সামলান দীপায়ন সেন৷ বাকি দিনগুলি এই কাজ করেন অভীক দাস৷ রাজীববাবু উল্লেখ করেন, অভীকের পায়ে একদিন গরম ফেন পড়ে যায়৷ তবু তিনি পরদিন চলে আসেন৷ একইভাবে সহযোগী শক্তি হিসাবে প্রতিটি দিন কাজ করেছে এনজিও উদয়ের পথে৷