India & World UpdatesHappeningsBreaking News
বিশ্বের ৮০টি দেশের মধ্যে ৪০ দেশে উঠল লকডাউন, সীমান্ত খুলতেও তৈরি কিছু দেশ
২০ মে : বিশ্বের ৮০টি দেশ করোনা ভাইরাস মোকাবিলায় লকডাউন ঘোষণা করেছিল। এর মধ্যে প্রায় ৪০টি দেশ ইতিমধ্যেই লকডাউন তুলে নিয়েছে। কয়েকটি রিসার্চ এজেন্সির রিপোর্টে এই দাবি করা হয়েছে। তাছাড়া যে দেশগুলোতে লকডাউন তুলে নেওয়া হয়েছে, সেগুলোতে শিল্প প্রতিষ্ঠান, দোকান, বিচ ইত্যাদি খুলে গিয়েছে। লকডাউন তুলে নেওয়া দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইউরোপে মোট ২৬টি দেশ রয়েছে। তাছাড়া করোনা প্রভাবিত বিশ্বের সেরা ১০টি দেশের মধ্যে ৬টিই রয়েছে ইউরোপে। এর পাশাপাশি আমেরিকা ও কয়েকটি এশীয় দেশে লকডাউন তুলে নেওয়া হয়েছে। এই দেশগুলোর সরকারের পক্ষে বলা হয়েছে, অর্থব্যবস্থাকে পুনরায় গতিশীল করতে লকডাউন তুলে নেওয়া জরুরি।
এ দিকে, ৬টি দেশ সীমান্ত খুলে দেওয়ার ওপরও জোর দিচ্ছে। এর মধ্যে বেলজিয়াম, জার্মানি ও সুইজারল্যান্ডের মতো দেশ বিদেশি পর্যটকদের আগামী ১৫ জুন থেকে চলাচলের অনুমতি দেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছে। এ মাসের শেষের দিকেই তা ঘোষণা হতে পারে। গ্রিস ১ জুলাই থেকে বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলে দেবে। ইতালি ৩ জুন থেকে সীমান্ত খুলবে। নেদারল্যান্ড কয়েকটি দেশের যাত্রীদের প্রবেশের অনুমতি দিয়েছে। পোল্যান্ড ১৩ জুন থেকে সীমান্ত খুলতে পারে।
ইউরোপের ১০টি দেশ সেলুন, রেস্তোরাঁ, সিনেমা হল ও মিউজিয়াম খুলে দিয়েছে। এর মধ্যে রয়েছে ফ্রান্স, স্পেন, ব্রিটেন, বেলজিয়াম, নেদারল্যান্ড, ফিনল্যান্ড, ডেনমার্ক, গ্রিস ও ইতালির মতো দেশ। আমেরিকাতেও ৬০ শতাংশের বেশি খুলে গিয়েছে, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কর্মীরা কাজও শুরু করে দিয়েছেন।