NE UpdatesHappeningsBreaking News

সাইক্লোন আমফান ঘিরে আসামেও হাই অ্যালার্ট জারি
Cyclone Amphan: High alert issued in Assam too

২০ মে : সুপার সাইক্লোন আমফান-কে কেন্দ্র করে রাজ্যে হাই অ্যালার্ট জারি করেছে আসাম সরকার। এর পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় রাজ্যে একটি কন্ট্রোল রুম খোলার জন্য স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটিকে নির্দেশ দিয়েছে সরকার। ভারতের আবহাওয়া দফতরকে উদ্ধৃত করে রাজ্যের মুখ্যসচিব কুমার সঞ্জয় কৃষ্ণ জানিয়েছেন, রাজ্যে ঘূর্ণিঝড়ের ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে ঝড় আছড়ে পড়ার সম্ভাবনা বেশি।

এ ব্যাপারে তিনি সব জেলাশাসক, দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও ডিভিশন কমিশনারদের জরুরি বার্তা পাঠিয়ে বলেছেন, সাইক্লোনের প্রকোপে জীবন সম্পত্তির সম্ভাব্য ক্ষয়ক্ষতি রুখতে প্রতিরোধমূলক ব্যবস্থা সহ উচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে এবং তা সুনিশ্চিত করতে সংশ্লিষ্টদের অনুরোধ করেছেন তিনি। এ জন্য তিনি দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষকে একটি কন্ট্রোল রুম খোলার অনুরোধ জানিয়েছেন।

এ দিকে, ভারতীয় আবহাওয়া দফতর বৃহস্পতিবার আসামের পশ্চিমের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে। তাছাড়া মেঘালয় সহ রাজ্যের অন্য কয়েকটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker