Barak UpdatesHappeningsBreaking News
উত্তরপ্রদেশের ১৩ তবলিগি দুধপাতিল থেকে ঘনিয়ালা মর্কজে13 Tablighi of UP reaches Ghaniala Markaz in Silchar from Dudpatil
পুলিশ বলল, উদ্বেগের কিছু নেই, চার মাস ধরে তারা কাছাড়েPolice says nothing to panic as they in Cachar since 4 months
১৯ মে : তবলিগি জামায়াতের প্রচারে এসে কাছাড়ে আটকা পড়লেন উত্তর প্রদেশের ১৩ জন। তারা এতদিন দুধপাতিল এলাকার এক মসজিদে ছিলেন৷ সেখানে খাওয়া-দাওয়ার সমস্যা দেখা দিলে মঙ্গলবার তারা নৌকায় বরাক নদী পেরিয়ে ঘনিয়ালায় চলে আসে৷ ঘনিয়ালার মর্কজই এই অঞ্চলে তবলিগিদের বড় প্রতিষ্ঠান৷ লকডাউনের মধ্যে এত তবলিগি একসঙ্গে মরকজে ঢোকায় এলাকাজুড়ে চাঞ্চল্যর সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে এলাকার কিছু যুবক মালুগ্রাম ফাঁড়িতে খবর দেয়৷ পুলিশ কর্মকর্তারা ছুটে গিয়ে পরিস্থিতির খোঁজখবর নেন।
অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ চন্দ্র দাস জানান, চারমাস ধরে তাঁরা কাছাড় জেলায় রয়েছে৷ ফলে তাদের নিয়ে উদ্বেগের কিছু নেই৷
তাঁরাও জানিয়েছেন, গত 20 ফেব্রুয়ারি মোট তেরোজন উত্তরপ্রদেশ থেকে কাছাড়ের উদ্দেশে রওয়ানা হন৷ তখন ভারতে করোনা ভাইরাসের চিহ্নমাত্র ছিল না৷ এখানে এসে বিভিন্ন জায়গায় তবলিগের প্রচারকার্য করেন৷ কিন্তু পরিস্থিতি বুঝে ওঠার আগেই লকডাউনে আটকা পড়ে যান৷ সোনাইর স্বাধীনবাজারে চিকিতসকরা তাদের পরীক্ষা করেন৷ পরে তারা সেখান থেকে চলে আসেন দুধপাতিলের এক মসজিদে৷ সেখানে ঢোকার পরে তারা আর বেরোননি৷ কিন্তু ইদানীং সেখানে খাওয়ার কিছুটা সমস্যা দেখা দেওয়ায় তারা মঙ্গলবার মধুরাঘাট দিয়ে ঘনিয়ালা চলে আসেন৷ 26 তারিখ পর্যন্ত এখানেই থাকবেন৷ সে দিনই তাদের দিল্লি ট্রেনের টিকিট কাটা রয়েছে৷ উঠবেন বদরপুর থেকে৷ পরে দিল্লি থেকে উত্তরপ্রদেশে বাড়ি চলে যাওয়ারই পরিকল্পনা জানালেন তাঁরা৷