NE UpdatesHappeningsBreaking News
ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদও রাজ্যপাল শাসনাধীন
১৯ মে : আসামের বড়োল্যন্ড টেরিটোরিয়াল কাউন্সিলের (বিটিসি) পর ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলেও রাজ্যপালের শাসন জারি করা হয়েছে। সরকারি সূত্রে বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে দেশজুড়ে লকডাউন চলায় কাউন্সিলের নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। স্বশাসিত জেলা পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার বলিন দেববর্মা জানান, বর্তমানে এই স্বশাসিত পরিষদের প্রশাসক হিসেবে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আইএএস অফিসার জি কে রাওকে নিয়োগ করা হয়েছে। ত্রিপুরার রাজ্যপাল রমেশ বাইস রাওকে এই পদে নিয়োগ করেছেন। এর আগে তিনি ত্রিপুরা পুলিশ অ্যাকাউন্ট্যাবিলিটি কমিশনে রাজ্যপাল মনোনীত সদস্য ছিলেন।
৩০ সদস্যের ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ গত রবিবার পর্যন্ত বিরোধী সিপিএম ক্ষমতায় ছিল। গত ১৭ মে পরিষদের ৫ বছরের মেয়াদ শেষ হয়। কাউন্সিলের এক কর্তা জানান, সংবিধান অনুযায়ী আগামী ৬ মাসের মধ্যে কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত করাতে হবে। সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাস ও ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ বিশ্বাস নির্দিষ্ট সময়সীমার মধ্যে স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত করাতে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।