Barak UpdatesHappeningsBreaking News

এপ্রিলের মত লাইন নেই মদের দোকানে!
Liquor shops less crowded than in April

4 মেঃ বরাক উপত্যকার তিন জেলাই  সবুজ বা গ্রিন জোনভুক্ত। সেই হিসাবে পাঁচ সপ্তাহ পরে সোমবার বিভিন্ন সামগ্রীর দোকান থুলেছে। কিন্তু সে ভাবে কোনও দোকানে বিক্রিবাট্টা নেই।  যা কিছু খদ্দের দেখা গিয়েছে মদের দোকোনের সামনেই। রবিবার প্রথমদিনে বহু জায়গায় লম্বা লাইন দেখা যায়। সোমবার ভিড় অনেকটাই হালকা ছিল। লকডাউনের মধ্যে এর আগেও একবার আসামে মদের দোকান খোলা হয়েছিল। তিনদিনের মধ্যে কেন্দ্রের নির্দেশে বন্ধ করে দিতে হয়েছিল। সে বার প্রতিটি দোকানের সামনে মদ কেনার জন্য যে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল, এ বার তা নেই।

Queue in April

রাজ্যের আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য জানান, এর দুটি কারণ রয়েছে। প্রথমত, 13 এপ্রিল যখন খোলা হয়েছিল, তখন গ্রাহকরা মদ পাওয়া নিয়ে অনিশ্চয়তায় ভুগছিলেন।  এখন বুঝে গিয়েছেন, সমস্ত ধরনের দোকান যখন খোলা হচ্ছে, মদের দোকান আর বন্ধ হবে না। ফলে জমিয়ে না রেখে দিনের প্রয়োজনীটুকুই কিনে নিচ্ছেন। দ্বিতীয়ত, পাঁচ সপ্তাহের লকডাউনে অনেকেরই আর্থিক সামর্থ কমে আসছে। তাঁরা এখন আর বেশি করে মদ কেনার অবস্থায় নেই।

এ বার যে মদ কেনা কমেছে, তিনি পরিসংখ্যান দিয়ে বলেন, এপ্রিলে তিন দিনে দশ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল। এ বার রবিবার প্রথমদিনে রাজস্ব সংগ্রহ হয়েছে মাত্র দুই কোটি টাকা। বার্ষিক আযের নিরিখে যে তা সামান্য, সে কথা উল্লেখ করে মন্ত্রী জানান, গত বছর তিন হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল। অর্থাত দৈনিক গড়ে পাওয়া গিয়েছিল আট কোটে বাইশ লক্ষ টাকা। ওই অবস্থায় ফিরতে অনেকটা সময় লাগবে বলেই অনুমান করছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker