HappeningsBreaking News
অসম সহ ১১ রাজ্যে ৫ টাকা কমল পেট্রোল-ডিজেলFuel price slashed in 11 states including Assam
৫ অক্টোবর : বৃহস্পতিবার মধ্যরাত থেকে অসমে পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ৫ টাকা করে কমল। গতকালই এক টুইট বার্তায় রাজ্যের অর্থমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা এ কথা ঘোষণা করেন। টুইট বার্তায় হিমন্ত বলেছেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি পেট্রোল ও ডিজেলের দাম এ ২ টাকা ৫০ পয়সা কমানোর সিদ্ধান্ত নেওয়ায় অসম সরকারও লিটার প্রতি সমপরিমাণ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালও ট্যুইট করে জানিয়েছেন, কেন্দ্র সরকার পেট্রোল ও ডিজেলের দাম কমানোর প্রেক্ষিতে রাজ্য সরকারও জনগণকে স্বস্তি দিতে দাম কমানোর পথে হাঁটল।
এদিকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, পেট্রোল ও ডিজেলে লিটার প্রতি ১ টাকা ৫০ পয়সা করে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সঙ্গে তেল কোম্পানিগুলিও প্রতি লিটারে ১ টাকা করে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দুইয়ে মিলে লিটার প্রতি দাম কমছে আড়াই টাকা।
অন্যদিকে শুধু অসম সরকারই নয়, কেন্দ্রের আড়াই টাকা করে কমানোর সিদ্ধান্তের পরপরই মহারাষ্ট্র এবং গুজরাট সরকারও সমপরিমাণ অর্থ কমানোর সিদ্ধান্ত নেয়। একইভাবে বিজেপিশাসিত রাজ্যগুলোর মধ্যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং ত্রিপুরা সরকারও একইভাবে আড়াই টাকা করে দাম কমানোর কথা ঘোষণা করেছে। জেটলি এ দিন বলেছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ক্রমাগত বাড়তে থাকায় পেট্রোল-ডিজেলের দামের ক্ষেত্রেও এর প্রভাব পড়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে শিলচরে লিটার প্রতি পেট্রোলের দাম ছিল ৮৬ টাকা ৪৪ পয়সা, ডিজেল লিটার প্রতি ৭৮ টাকা ৭৯ পয়সা। অন্যদিকে ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ২০১৬-র জানুয়ারি পর্যন্ত মোট ১১ বার আবগারি শুল্ক বাড়িয়েছিল কেন্দ্র সরকার। গত দু’ বছরে জ্বালানিতে শুল্ক কমানো হয়েছে মাত্র একবার। এর পরিমাণ ছিল প্রতি লিটারে দু’ টাকা।
October 5: Assam finance Minister Dr. Himanta Biswa Sharma announced through his twitter handle the prices of petrol and diesel will be slashed by Rs. 5 per litre from the existing rate in the state.
Assam Chief Minister Sarbananda Sonowal also tweeted: “In order to ease burden on common people & in tandem with the announcement of FM Shri Arun Jaitley ji to cut prices of petrol & diesel by Rs 2.50, Govt of Assam has decided to reduce tax on petrol & diesel prices by Rs 2.50 thereby making them cheaper by Rs 5 in Assam.”
Earlier in the day, Finance Minister Arun Jaitley announced an excise duty cut of Rs. 1.5 per litre on petrol and diesel. Further, state-run oil-marketing companies will absorb a cut of Re 1 per litre on petrol and diesel, he said. This has brought down the prices of petrol and diesel by Rs. 2.5 per litre. Mr Jaitley then urged the states to follow suit after which seven states announced cuts in petrol and diesel rates.
Following his appeal, 11 states including Assam announced cuts in prices of petrol and diesel on Thursday after the central government slashed excise duty on fuel.
The 11 states which announced cuts in petrol and diesel prices are Maharshtra, Madhya Pradesh, Jharkhand, Chhattisgarh, Assam, Uttar Pradesh, Haryana, Jammu and Kashmir, Himachal Pradesh, Tripura, and Gujarat. The price cuts is effective from today.
It may be mentioned that the petrol price at Silchar was Rs 86.44 per litre while the price of diesel in the town on Thursday was Rs 78.79 per litre.