NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News

আসামে দোকান খোলা থাকবে সন্ধ্যা ৫টা পর্যন্ত, কার্ফু ৬টায়
Shops to be closed sharp at 5 PM in Assam, curfew from 6 PM

৩ মে: সোমবার থেকে লকডাউনের নতুন নির্দেশিকা চালু হচ্ছে৷ আসামে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কার্ফু বলবৎ হবে৷ ফলে সন্ধ্যা ৫টার মধ্যে বন্ধ হবে সমস্ত দোকানপাট৷

দোকান খোলা রাখারও কিছু বিশেষ নির্দেশ প্রদান করেছে সরকার৷ মন্ত্রিসভার মুখপাত্র ড. হিমন্ত বিশ্ব শর্মা জানান, কার আশেপাশে অন্য কোনও দোকান না থাকলে প্রতিদিন তিনি দোকান খুলতে পারবেন৷ পাশে দোকান থাকলে বা রাস্তার দুইদিকে দোকান থাকলে একসঙ্গে এক-তৃতীয়াংশ দোকান খোলা যাবে৷ বাজার কমিটি নিজেরা সিদ্ধান্ত নেবে, কখন কারা দোকান খুলবেন৷ বাজার কমিটি সিদ্ধান্ত নিতে না পারলে জেলাশাসক স্থির করে দেবেন৷  মুদীদোকান, ফার্মেসি, বইয়ের দোকান এক-তৃতীয়াংশের হিসাবে আসবে না৷ ওইসব দোকান নিয়মিত খোলা যাবে৷ তবে মার্কেট কমপ্লেক্স. শপিং মল বন্ধই থাকবে বলে শর্মা জানিয়েছেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker