Barak UpdatesHappeningsBreaking News
এসসিইউআইর মে দিবস পালনSUCI observes May Day
১ মে: লকডাউনের নীতিনির্দেশিকা মেনে শুক্রবার এসইউসিআই শিলচর ও করিমগঞ্জে মে দিবস পালন করেছে৷
শিলচরে উকিলপট্টিস্থিত জেলা কার্যালয়ে পতাকা উত্তোলন করেন আইইউটিইউসি’র জেলা সভাপতি সুব্রতচন্দ্র নাথ । দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বিশিষ্ট মার্ক্সবাদী দার্শনিক শিবদাস ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান করেন জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী । সামাজিক দূরত্ব বজায় রেখে শ্রমিক দিবস উপলক্ষে সংগঠনের সদস্যরা বর্তমান পরিস্থিতিতে শ্রমিকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দাবি সরকারের কাছে প্রস্তাব আকারে তুলে ধরেন।
দাবি জানানো হয়, করোনা সংক্রমণ রোধে সরকারের ঘোষণা করা লক ডাউনের ফলে যারা কর্মহীন হয়ে পড়েছেন তাদের পুনরায় কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত পরিবারের ভরণপোষন চালিয়ে যেতে মাসিক দশ হাজার টাকা প্রদান করতে হবে, কোনও অজুহাতে শ্রমিকদের রক্ত ঝরানো দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে অর্জিত দৈনিক আট ঘণ্টা কাজের সময়সীমা বৃদ্ধি করা চলবে না এবং পুঁজিপতিদের অন্যায় আবদার মেনে শ্রমিকদের সংগঠন করার অধিকারকে কেড়ে নেওয়া চলবে না । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের জেলা কমিটির সদস্য অজয় রায়, দিলীপ নাথ সহ অন্যান্যরা ।
করিমগঞ্জে রক্ত পতাকা উত্তোলন করেন দলের জেলা সম্পাদক অরুণাংশু ভট্টাচার্য। শিবদাস ঘোষের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলের কর্মীরা। উপস্থিত ছিলেন দলের সদস্য তুষার দাস, পরিমল চক্রবর্তী, নন্দনকুমার নাথ, অল ইন্ডিয়া ডিএসওর সঞ্চিতা শুক্ল ও সুজিতকুমার পাল। শিবদাস ঘোষের উপর রচিত সংগীত পরিবেশন করেন তাঁরা।