Barak UpdatesHappeningsCultureBreaking News

বঙ্গসাহিত্যের কবিপ্রণাম: কম কথায় সব কথা লিখুন প্রতিযোগিতা

৩০ এপ্রিল: বিশ্ব করোনা ভাইরাসে ত্রস্ত৷ বর্ষবরণের মত বাতিল হতে চলেছে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানগুলি৷ কিন্তু কবিগুরুকে নিয়েই বাঙালির ৩৬৫ দিনের পথচলা৷ সুখে-দুঃখে, আনন্দে-সঙ্কটে তিনি যে চিরসঙ্গী৷ তাই করোনা আতঙ্ক, লকডাউন, সরকারি নীতিনির্দেশিকা মাথায় রেখে এ বার বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতির পক্ষ থেকে ভিন্নভাবনায় কবিপ্রণামের উদ্যোগ নেওয়া হয়েছে৷ কবিগুরুকে নিয়ে বঙ্গসাহিত্যের আয়োজন, ‘কম কথায় সব কথা লিখুন’ প্রতিযোগিতা৷

নির্ধারিত বিষয়ের ওপর প্রতিযোগীরা লিখবেন৷ কিন্তু কোনও বিভাগের কেউ ২০০ শব্দের বেশি লিখতে পারবেন না৷  আগামী ৭ মের মধ্যে লেখা পৌঁছাতে আয়োজকদের তরফে অনুরোধ করা হয়েছে৷ রবীন্দ্রজয়ন্তীতে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে৷ পরিস্থিতি স্বাভাবিক হলে আনুষ্ঠানিকভাবে তাদের পুরস্কৃত করা হবে৷ অন্যথায় তারা বাড়িতে পুরস্কার পাঠানোর ব্যবস্থা করবেন৷ পুরস্কৃত লেখাসমূহ তাদের বইকথার পরবর্তী সংখ্যায় প্রকাশিত হবে বলেও জানানো হয়েছে৷ প্রতিযোগীদের শুধুই হোয়াটস অ্যাপে লেখা পাঠাতে হবে, ৯৪৩৫১৭৭৪২৮ বা ৯৪৩৫৩৭১৪১২ বা ৭৫৭৮৯১৮৮২৯ নম্বরে৷ প্রতিযোগিতা হবে ‘ক’ বিভাগ (মাধ্যমিক স্তর পর্যন্ত): গত বছর রবীন্দ্রজয়ন্তীতে কী করেছিলে৷ ‘খ’ বিভাগ (স্নাতক স্তর পর্যন্থ): রবীন্দ্রনাথের স্নেহভাজন আমাদের এক প্রিয়়জন৷  ‘গ’ বিভাগ (বয়সের উর্ধ্বসীমা নেই): আমার কাছে রবীন্দ্রনাথ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker