Barak UpdatesHappeningsBreaking News

অসহায়দের ত্রাণ সাহায্য করল শিলচর রামকৃষ্ণ মিশন
Silchar Ramakrishna Mission sets out to help the needy

২৮ এপ্রিল : লকডাউনের মধ্যে কাছাড় জেলার বিভিন্ন স্থানে অসহায় পরিবারগুলোকে ত্রাণ সাহায্য বিতরণ অব্যাহত রেখেছে শিলচর রামকৃষ্ণ মিশন। মঙ্গলবারও মিশনের পক্ষ থেকে শিলচর শহরের কয়েকটি স্থানে মধ্যবিত্ত পরিবারের সদস্যদের ত্রাণ সাহায্য দেওয়া হয়েছে। এ দিন তুলাপট্টিতে ৩৯ জন, লিংক রোডে ৮৭ জন, গান্ধীমেলার মাঠে ৫৪ জন, সব মিলিয়ে ১৮০ জনকে এ দিন ত্রাণ দেওয়া হয়। এই পরিবারগুলোকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ২০০ গ্রাম তেল, ১টা সাবান ও ১ প্যাকেট বিস্কুট দেওয়া হয়েছে। রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে এ দিন এই পরিবারগুলোকে ত্রাণসামগ্রী তুলে দেন স্বামী গণধিশানন্দজি মহারাজ, ব্রহ্মচারী নিহাল মহারাজ প্রমুখ।

এদিকে, সোমবার হরিনগর-রাজাবাজার এলাকার মোট ৪৭৭ জনকে ত্রাণ সাহায্য তুলে দেয় রামকৃষ্ণ মিশন। এর মধ্যে কুমাছড়ায় ৫০ জন, হরিনগরে ১৫০, জয়পুর সুভাষনগরে ২৭ এবং জয়পুর রাজাবাজার এলাকায় ২৫০ জনকে চাল-ডাল ইত্যাদি তুলে দেওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker