India & World UpdatesHappeningsBreaking News
আমেরিকা সরে দাঁড়ানোয় হু-কে অনুদান বাড়াল চিনChina increases funding to WHO after America’s denial
24 এপ্রিলঃ চিনের প্রতি দুর্বলতার অভিযোগ তুলে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে মোটা অঙ্কের অনুদান বন্ধ করে দিয়েছে আমেরিকা। হু-র শীর্ষকর্তাদের আশঙ্কা, এর ফলে উন্নয়নশীল দেশগুলিতে টিকাকরণ আর পোলিওর মতো কর্মসূচি ব্যাপক ধাক্কা খাবে। তবে করোনার বিরুদ্ধে লড়ার জন্য হু-র পাশে দাঁড়িয়েছে চিন। আপাতত তিন কোটি ডলার অনুদান বাড়ানোর কথা জানিয়েছে বেজিং। এখন থেকে মোট পাঁচ কোটি ডলার অনুদান হিসেবে হু-কে দেবে।
চিনের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আমেরিকা শুধু হু-কে অনুদান বন্ধেরই সিদ্ধান্ত নেয়নি, হু প্রধানের ইস্তফাও দাবি করেছে। তবে হু প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস বলেছেন, “এই কাজ করতে পেরে আমি ধন্য। ইস্তফার প্রশ্নই নেই। যত দিন পারব এই ভাইরাসের বিরুদ্ধে লড়ে যাব।”
এ দিকে, করোনা নিয়ে ফের আশঙ্কার কথা শুনিয়েছে হু। প্রতিটি দেশকে সতর্ক করে তারা বলেছে, “এখনও অনেক পথ চলা বাকি। কারণ, এই ভাইরাস অত্যন্ত বিপজ্জনক এবং আমাদের সঙ্গে দীর্ঘদিন থাকবে। একটা কথাই বলতে পারি, এই পৃথিবীর সব কিছু আগের মতো হতে পারবে না।”