India & World UpdatesHappeningsBreaking News
লাইফ লাইন ওড়ানেই পৌঁছানো হচ্ছে ওষুধ, চিকিৎসা সামগ্রী
২০ এপ্রিল: করোনা বিপর্যয় মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে অসামরিক বিমান পরিবহন। লাইফ লাইন এই বিমান পরিষেবার মাধ্যমে দেশ- বিদেশের বিভিন্ন স্থানে জীবনদায়ী ওষুধ সহ পৌঁছাচ্ছে চিকিৎসা সামগ্রীও। এয়ার ইন্ডিয়া, অ্যালাইন্স এয়ার, আইএএএফ ও ব্যক্তিগত বিমান দিয়ে চলছে এই পরিষেবা। এ পর্যন্ত ৩ লক্ষ কিলোমিটারেরও বেশি ওড়ানে ৫০৭.৮৫ টন জরুরি চিকিৎসা সংক্রান্ত জিনিস নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিয়েছে এসব বিমান।
এর মধ্যে বিশেষ করে রয়েছে পিপিই, মাস্ক, কোভিড-১৯ পরীক্ষা কিট, এনজাইম, আইসিএমআর-এর অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রী ইত্যাদি। সরকার বরাদ্দ বিনামূল্যের ওষুধ-চিকিৎসা সরঞ্জামও রয়েছে এই পরিষেবার আওতায়।এ দিকে, করোনা সঙ্কটকে কেন্দ্র করে লাইফ লাইন বিমান পরিবহনের অন্তর্গত পূর্ব এশিয়ার সঙ্গে এক কার্গো এয়ার ব্রিজ তৈরি করা হয়েছে। এই বিমান আন্তর্জাতিক এই পরিষেবা সঞ্চালনার দায়িত্বে আছে এয়ার ইন্ডিয়া।