Barak UpdatesHappeningsCultureBreaking News

নৃত্যশিল্পী রবিশঙ্কর পাল প্রয়াত
Sudden death of dance artist Rabisankar Paul shocks Barak

১৯ এপ্রিল : শিলচরের জনপ্রিয় নৃত্যশিল্পী রবিশঙ্কর পাল আর নেই। রবিবার সকাল ৮টা ১৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি প্রাণ হারান। সৃজন কলা অ্যাকাডেমির কর্ণধার রবিশঙ্কর সকলের কাছে গদু নামেই পরিচিত ছিলেন। নৃত্যগুরু মুকুন্দদাস ভট্টাচার্যের অন্যতম প্রিয় শিষ্য ছিলেন তিনি। নাচ শেখেন আরেক নৃত্যগুরু চন্দ্রকান্ত সিংহের কাছেও। জীবনের শেষদিন পর্যন্ত ছিলেন শিলচর কলেজিয়েট স্কুলের নৃত্যশিক্ষক। মৃত্যুকালে বয়স হয়েছিল ৩৮ বছর।  রেখে গিয়েছেন বাবা, বোন সহ অসংখ্য গুণমুগ্ধদের। তাঁর মৃত্যুতে শহরের সাংস্কৃতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বোন বিবাহিত৷ ২০১৮ সালের ২৭ নভেম্বর মায়ের মৃত্যু হয়। সে থেকে ন্যাশনাল হাইওয়ে রামকৃষ্ণ সরণির বাড়িতে বাবা-ছেলেই থাকতেন। প্রাণ হারান প্রকৃত অর্থেই বাবার কোলে মাথা গুঁজে। রবিশঙ্কর নিজে অবশ্য বিয়ে করেননি। সারা দিন নাচ নিয়েই ব্যস্ত থাকতেন। নিজের অ্যাকাডেমির অনুষ্ঠান প্রতি বছরই বড় পরিসরে করতেন তিনি। এর পাশাপাশি শিলচর শহরে তাঁর অনেক ছাত্রছাত্রী রয়েছে। রবিশঙ্কর নিজেও মঞ্চে পারফর্ম করতেন। নিজের ছাত্রছাত্রীদের দল নিয়ে শিলচরের বাইরে বহু অনুষ্ঠান করে সুনাম অর্জন করেছেন তিনি। তবে ইদানীং ছাত্রছাত্রীদের শেখাতেই বেশি মনযোগ দিয়েছিলেন।

শেষপর্যন্ত হৃদরোগে প্রাণ হারালেও তাঁর ঘনিষ্ঠ প্রতিবেশী সুরজিৎ সোম জানান, শনিবার রাতেই অসুস্থতা বোধ করছিলেন গদুবাবু৷ রাতে ভাত না খেয়েই ঘুমিয়ে পড়েন। ১টা নাগাদ শুরু হয় অসহ্য পেটের ব্যথা। বাবা একটু তেল মালিশ করে দেন। লকডাউনের রাতে কোথায় নিয়ে যাবেন, কী করবেন। তাই রাত পোহানোর অপেক্ষা করেন। সকালে পাড়ারই একজন কম্পাউন্ডারকে ডেকে আনে। গদুবাবুর শরীরে এমন অস্থিরতা যে, রক্তচাপ মাপা সম্ভব হচ্ছিল না। একবার বাবার কোলে গিয়ে মাথা গোঁজেন। কম্পাউন্ডার তখন রক্তচাপ দেখেন ৭০-১০০। কিন্তু গদুবাবু তো আর নড়ছেন না। ডেকে আনা হয় ডাক্তারকে। তিনি মৃত বলে ঘোষণা করেন।

Also Read: বিদায় গদু, রবে নীরবে, স্মৃতির ক্যানভাসে…..Goodbye Godu, Silently you will stay in mind’s canvas

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker