NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

২৫ এপ্রিল সাধারণের জন্য খুলে যেতে পারে মেডিক্যাল কলেজ
SMCH likely to open for all patients from 25 April: Himanta

১৮ এপ্রিলঃ শিলচর মেডিক্যাল কলেজ, গুয়াহাটি মেডিক্যাল কলেজ এবং আসাম মেডিক্যাল কলেজকে দ্রুত আগের মত সাধারণ জনতার জন্য খুলে দেওযার চেষ্টা চলছে৷  এই সময়ে তিনটি মেডিক্যাল কলেজই কোভিড হাসপাতাল৷ বেসরকারি কিছু হাসপাতালের সঙ্গে চুক্তি হলেও সাধারণ জনতার সমস্যা বেড়ে চলেছে৷ এ ছাড়া, চুক্তি অনুসারে যত দিন যাবে, সরকারি তহবিলেরও খরচ বাড়বে৷ তাই স্বাস্থ্য মন্ত্রক মেডিক্যাল কলেজগুলিকে সাধারণ রোগীদের জন্য খুলে দেওয়ার চেষ্টা করছে৷

বিভাগীয় মন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার আশা,আগামী ২৫-২৬ এপ্রিল থেকে সেখানে আগের মত সকলের চিকিতসা সম্ভব হচ্ছে৷ তাঁর কথায়, একটাই শুধু লক্ষ্য, রেপিড টেস্টিং কিট কবে এসে পৌঁছায়৷ মেডিক্যাল কলেজে চিকিতসার জন্য গেলেই ওই কিটে করোনা টেস্ট করা হবে৷ ১০ মিনিটে ফলাফল জানা যাবে৷ হিমন্তের অনুমান, ২৫তারিখের মধ্যে রেপিড অ্যাকশন কিট মেডিক্যাল কলেজগুলিতে পৌঁছে যাবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker