NE UpdatesHappeningsBreaking News
রাজ্যে সুস্থ হয়ে উঠলেন আরও ৪ আক্রান্ত, করোনা মুক্ত মোট ৯4 more COVID-19 patient discharged, total 9 persons cured in Assam
১৭ এপ্রিল : রাজ্যের আরও ৪ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে ঊঠেছেন। শুক্রবার গোলাঘাট সিভিল হাসপাতাল থেকে এই ৪ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। এঁদের শরীরে বর্তমানে করোনা সংক্রমণ না থাকার জন্যই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এ দিন বিকেলে ট্যুইট করে এই স্বস্তির খবর জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
At Golaghat Civil Hospital along with Min @ATULBORA2, MoS @Pijush_hazarika, CEM, #KAAC @TuliramRonghang monitored discharge of 4 #Covid_19 patients – Haidor Ali, Wahida Begum, Yakub Ali & Ruma Begum for home quarantine, after 4 successive negative tests. Total cured patients ~ 9. pic.twitter.com/m2ofEfTVKU
— Himanta Biswa Sarma (@himantabiswa) April 17, 2020
মন্ত্রী ট্যুইটে জানান, শরীরে করোনা সংক্রমণ না থাকার জন্য বর্তমানে যে ৪ জনকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে, তাঁদের এখন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। সুস্থ হয়ে ওঠা এই ৪ জন হলেন, হায়দর আলি, ওয়াহিদা বেগম, ইয়াকুব আলি ও রুমা বেগম। মন্ত্রী জানান, পর পর চারটি টেস্টে নিগেটিভ আসার জন্যই এঁদের করোনা মুক্ত বলে ঘোষণা করা হয়েছে। এ দিন মন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের অন্য দুই মন্ত্রী অতুল বরা ও পীযুষ হাজরিকাও। উল্লেখ্য, এই ৪ জনকে নিয়ে রাজ্যের মোট সুস্থ হয়ে উঠেছেন ৯ জন।