NE UpdatesAnalyticsBreaking News
বিধায়করাও ৩০ শতাংশ বেতন দেবেন করোনা তহবিলেMLA’s of Assam also to donate 30% of their salary to fight COVID-19
৭ এপ্রিল : সাংসদদের পর এ বার বিধায়করা তাঁদের বেতনের ৩০ শতাংশ দিয়ে দেবেন করোনা সংক্রমণ মোকাবিলায়। মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী ও আসামের সব বিধায়করা তাঁদের বেতনের ৩০ শতাংশ দেবেন আরোগ্য নিধি তহবিলে। মঙ্গলবারই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ দিন মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেন, আগে খাদ্য সুরক্ষা প্রকল্পের কার্ড না থাকা হিতাধিকারীদের ১০০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু এখন সুবিধাপ্রাপকদের সংখ্যার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন করা হয়েছে। বর্তমানে ৫ হাজার থেকে ২৫ হাজার জনবসতি থাকা গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে পরিবারের সংখ্যা বাড়ানো হয়েছে। প্রায় প্রতিক্ষেত্রেই তা ৫০টি করে বাড়ানো হয়েছে।
এ দিন হিমন্ত আরও বলেছেন, শুধু স্বাস্থ্য বিভাগ ও পুলিশ বিভাগের কর্মীরাই নন, বিদ্যুৎ বিভাগ বা পরিবহণ বিভাগের কর্মীরা যারা করোনা সংক্রমণ রুখতে কাজ করে যাচ্ছেন, প্রত্যেকে ৫০ লক্ষ টাকার বিমার আওতায় থাকবেন। তবে তিনি সাফ জানান, লকডাউন নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি মন্ত্রিসভা। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে, তা-ই করবে রাজ্য সরকার।