Barak UpdatesHappeningsBreaking News

শিলচরে তৈরি হল হ্যান্ড স্যানিটাইজার
Manufacturing and bottling of hand sanitizers starts in Silchar

৩০ মার্চ : হ্যান্ড স্যানিটাইজার তৈরি হল শিলচরে৷  শ্রীকোণার সুরমা ডিস্ট্রিলারি মোট 200 কার্টুন হ্যান্ড স্যানিটাইজার-এর বোতল সোমবার তুলে দেয় আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের হাতে৷ সঙ্গে ছিলেন সাংসদ রাজদীপ রায়, বিধায়ক দিলীপ পাল এবং কাছাড়ের জেলাশাসক বর্ণালী শর্মা৷ বিভাগীয় মন্ত্রীর নির্দেশেই এই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে সুরা কোম্পানি সুরমা ডিস্ট্রিবিউটর৷ পরে প্রথম পর্বে উৎপাদিত সামগ্রীবাহী লরিকে আনুষ্ঠানিকভাবে ফ্ল্যাগ অফ করান মন্ত্রী শুক্লবৈদ্য৷ এ গুলো আপাতত শিলচর সিভিল হাসপাতালের স্টোরে রাখা হবে৷

করোনা সংক্রমণ ঠেকাতে হ্যান্ড স্যানিটাইজরের ব্যবহার বেড়ে যেতেই বাজারে এর অভাব দেখা দেয়৷ শুরু হয় কালোবাজারি৷ তা ঠেকাতে পরিমলবাবু রাজ্যের ১১টি সুরা উৎপাদক কোম্পানিকে হ্যান্ড স্যানিটাইজার তৈরির নির্দেশ দেয়৷ বরাক উপত্যকার একমাত্র উৎপাদক বাবুল হোড়-অরিন্দম হোড়দের প্রতিষ্ঠান সুরমা ডিস্ট্রিলারিকে ২০০ মিলিলিটারের ১ লক্ষ ৩০ হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরির দায়িত্ব দেওয়া হয়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker